বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে (Train) চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। কাছের কোনো সফর হোক কিংবা দূরের কোনো গন্তব্য প্ৰতিটি ক্ষেত্রেই রেলপথকে (Indian Railways) ভরসা করেন সবাই। আর এইভাবেই রেলপথ বর্তমানে হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান গণপরিবহণ মাধ্যম।
তবে, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হওয়া সত্বেও, ক্রমবর্ধমান যাত্রীদের বহন করার জন্য ট্রেনের সংখ্যা এখনও যথেষ্ট বৃদ্ধি পায়নি। তাই সংরক্ষিত ট্রেনে কনফার্ম সিট পাওয়া এখনও একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। বিশেষ করে উত্তরপ্রদেশ-বিহারগামী ট্রেনে সারা বছরই সিট নিয়ে সমস্যা লেগেই থাকে। তবে, এমন একটি কৌশল রয়েছে যার মাধ্যমে আপনি বেশিরভাগ ক্ষেত্রে কনফার্ম টিকিট বুক করতে পারেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
মূলত, এই কৌশলের মাধ্যমে আপনাকে তৎকাল টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না বা টিকিটের আসল মূল্যের চেয়ে খুব বেশি অর্থও প্রদান করতে হবে না। তবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা এটা নিশ্চিতরূপে বলছি না যে এই কৌশলটির মাধ্যমে আপনি প্রতিবার কনফার্ম টিকিট পাবেন। যদিও,কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। মূলত, এর জন্য আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হতে পারে (কিন্তু তৎকাল টিকিটের তুলনায় অনেক কম)। আসুন জেনে নিই কিভাবে কনফার্ম টিকিট বুক করবেন?
এই হল কৌশল: আপনার গন্তব্য যেখানেই থাকুক না কেন সেই রুটের, কিছু প্রধান ট্রেনে আপনি এটি চেষ্টা করে দেখতে পারেন। ধরুন আপনাকে A বিন্দু থেকে B বিন্দু পর্যন্ত যেতে হবে। আপনি ইতিমধ্যেই সিট আদৌ রয়েছে কি না তা পরীক্ষা করেছেন। কিন্তু আপনি কোনো খালি সিট খুঁজে পাননি। এমতাবস্থায়, আপনি A বিন্দু থেকে C বা D বিন্দুর টিকিট খুঁজে দেখুন। এইভাবে আপনার কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।
রইল উদাহরণ: মনে করুন সৌরভ নামের এক ব্যক্তি দিল্লি থেকে বিহারের বক্সার স্টেশনের জন্য টিকিট খুঁজছিলেন। কিন্তু, টিকিট বুক করার সময় তাঁর কাছে মাত্র ৪ দিন ছিল। সৌরভ দিল্লি থেকে রাজগীর পর্যন্ত শ্রমজীবী এক্সপ্রেসের থার্ড এসি-তে বক্সারের টিকিট চেক করেছিলেন। কিন্তু সিট উপলব্ধ ছিল না। এবার তিনি বক্সার থেকে পাটনায় তাঁর গন্তব্য স্টেশন পরিবর্তন করেন। এর ফলে তাঁর টিকিটের ভাড়া প্রায় ২০০ টাকা বাড়লেও তিনি কনফার্ম সিট পেয়ে গেলেন।
শুধু তাই নয়, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তৎকাল-এ যে টিকিটের দাম ১,৮০০-২,০০০ টাকা হতে পারে, সেটি তিনি ১,৪০০ টাকায় পেয়েছিলেন। যদিও অবশ্যই, এটি কনফার্ম টিকিট পাওয়ার ক্ষেত্রে ফুল প্রুফ উপায় নয়। তবে, বেশিরভাগ সময়ে আপনি এইভাবে একটি কনফার্ম টিকিট পেতে পারেন।