বাংলা হান্ট ডেস্কঃ শেষ হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। বেরিয়ে গিয়েছে ভোটের ফলাফলও। তবে এখনও রাজ্যের ভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির চিত্র। আর এবার বিষ খাইয়ে প্রাণী হত্যার মতো মারাত্মক অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে নদীয়া (Nadia) জেলার গৌরীশাইল বুথে। জানা যায়, ২০১৮-তে জয়লাভ করে এই বুথের দখল নিয়েছিল বিজেপি (BJP)। তবে এইবার সেই বুথ পুনরুদ্ধার করে শাসকদল। আর তাতেই খুশিতে আত্মহারা দলের কর্মী-সমর্থক। ভোট গণনার দিন রাতেই জয় উদযাপন করতে সেই রাতেই এলাকায় বিজয় মিছিল করে তৃণমূল।
সবুজ আবির ও বাজি ফাটাতে-ফাটাতে উল্লাসে মেতে ওঠেন দলের কর্মীরা। তখনই ওঠে অভিযোগ। প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্য ভাগ্যশ্রী বিশ্বাসের মুরগি ফার্মের গেট ভেঙে জলের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ শাসকদলের ওই সদস্যদের বিরুদ্ধে।
অভিযোগ, তৃণমূল ভোটে জিতেই বিজেপি পঞ্চায়েত সদস্যের মুরগি গুলোকে মেরে ফেলে তৃণমূল। এই বিষয়ে ভাগ্যশ্রী দেবীর বক্তব্য, সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি বেশ কয়েকটি মুরগি ছটফট করছে। আরও বেশ কয়েকটি মুরগি পাশেই পড়ে রয়েছে।bতিনি বলেন, “আমার স্বামী অসুস্থ। রোজগার বলতে এই খামার। এই দিয়েই সংসার চলে।”
অন্যদিকে, তৃণমূল গ্রাম পঞ্চায়েতের নতুন সদস্য ফাল্গুনী মণ্ডল এই ঘটনা প্রসঙ্গে বলেন, “আমরা কাউকে দোষারোপ করতে পারব না। আমি বিষয়টি শোনার পর গিয়েছিলাম। তবে তদন্ত করলেই বোঝা যাবে কারা ঘটনাটা ঘটিয়েছে।” ইতিমধ্যেই এই নিয়ে থানায় দায়ের হয়েছে অভিযোগ।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…