বাংলাহান্ট ডেস্ক : আপনি কি রেশন কার্ড (Ration Card) হোল্ডার? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। এবার রেশন কার্ডে মিলতে চলেছে এই বড় সুবিধা। লাইনে দাঁড়িয়ে আর অপেক্ষা করতে হবে না ঘন্টার পর ঘন্টা। বিশেষ করে আপনি যদি কর্নাটকের বাসিন্দা হন তাহলে এই প্রতিবেদনটি খুবই গুরত্বপূর্ণ।
রেশন কার্ড হোল্ডারদের জন্য একটি বড় সুবিধা চালু করেছে কর্ণাটক সরকার (Karnataka)। সে রাজ্যের সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে প্রতি মাসে ১৭০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে অন্ন ভাগ্য প্রকল্পের আওতায়। বিপিএল তালিকার আওতায় অন্তর্ভুক্ত পরিবারগুলিকে অতিরিক্ত ৫ কেজি চালের দাম হিসাবে এই টাকা দেওয়া হবে।
পরিবারের প্রধানের আধার নম্বর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিংক থাকে তাহলে সেই টাকা দেওয়া হবে সরাসরি। কর্নাটকের ১.২৮ কোটি মানুষ অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় রয়েছেন। এদের মধ্যে ৯৯ শতাংশ মানুষ আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করেছেন। ১.০৬ কোটি (৮২ শতাংশ) উপভোক্তার আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।
এই উপভোক্ততারা ডিবিটির মাধ্যমে পাঁচ কেজি অতিরিক্ত চালের জন্য ৩৪ টাকা কেজি দরে অর্থ পাবেন। কিন্তু যে সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে লিংক নেই তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। জানা যাচ্ছে সেই সংখ্যাটা ২২ লক্ষের কাছাকাছি। যে সকল উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে লিংক করা আছে তারাই সরকারের থেকে সরাসরি এই টাকা পাবেন।