বাংলাহান্ট ডেস্ক: গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় (Madhabi Mukherjee)। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানে থাকতে থাকতেই শারীরিক অবস্থার আরো অবনতি হয় তাঁর। ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে।
বিষয়টা খোলসা করে বলা যাক। মাধবী মুখোপাধ্যায়ের দু পা ভর্তি র্যাশ বেরিয়েছিল বলে খবর। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্টের পর চিকিৎসক জানান তাঁর পায়ে ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়েছে। সেলুলাইটিস রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। জেনারেল বেডে রেখেই চিকিৎসা শুরু করা হয় প্রবীণ অভিনেত্রীর।
সব ঠিকঠাক ভাবেই চলছিল। হঠাৎ করেই হয় ছন্দপতন। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হতে জেনারেল বেড থেকে সরিয়ে ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় তাঁকে। তবে আশার কথা এটাই যে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেত্রী। কড়া ওষুধের কারণে বুধবার রাতে ভাল করে ঘুমাতে পারেননি তিনি।
বৃহস্পতিবার সকাল থেকেই তিনি ঘুমিয়েছেন বলে খবর। এদিন আরো একটি পরীক্ষা করা হয়েছে মাধবী মুখোপাধ্যায়ের। এর উপরে ভিত্তি করেই চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে অভিনেত্রীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে নাকি এখনো হাসপাতালেই থাকবেন তিনি।
প্রসঙ্গত, পরিচালক সত্যজিৎ রায়ের নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন মাধবী মুখোপাধ্যায়। একসঙ্গে তিনটি ছবি করেছিলেন তাঁরা। ‘মহানগর’, ‘চারুলতা’ এবং ‘কাপুরুষ’। এরপর আর সত্যজিতের কোনো ছবিতেই দেখা যায়নি মাধবীকে। শোনা যায়, পরিচালক পত্নি বিজয়া রায়ের আপত্তি ছিল এতে। আবার এও শোনা যায়, অভিনেত্রী নিজেই নাকি রাজি হননি অভিনয় করতে।
এর আগেও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মাধবী মুখোপাধ্যায়কে। তবে সুস্থ হয়ে আবারো বাড়ি ফিরে এসেছেন তিনি। এখনো টুকটাক সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। এবারও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন মাধবী মুখোপাধ্যায়, এটাই কামনা সকলের।