খেলার মাঝেই গালিগালাজ যশস্বীর! কোহলির যোগ্য উত্তরসূরী, ভাইরাল ভিডিও দেখে মন্তব্য নেটিজেনদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Test Team) ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টে অসাধারণ শতরান করে আউট হয়ে গিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেনিং ছেড়ে তিন নম্বরে ব্যাট করতে নামা শুভমান গিল ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। তাতে অবশ্য ভারতের ওপর চাপ বাড়েনি। দ্বিতীয় ইনিংস সমাপ্ত হওয়ার আগেই বড় লিড নিয়ে নিয়েছে তারা। দ্বিতীয় দিনের খেলার শেষে ক্রিজে রয়েছেন অভিষেকেই শতরান করা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বিরাট কোহলি (Virat Kohli)।

গতকাল অনেক প্রতীক্ষার পর ২২৯ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর শুভমান গিলকেও ড্রেসিংরুমে ফেরত পাঠাতে বেশি সময় নেয়নি ক্যারিবিয়ান বোলার জোমেন ওয়ারিকান। তবে যশস্বী জয়সওয়ালকে থামাতে পারেননি তারা। তার সঙ্গে এসে যোগ দেন বিরাট কোহলি। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৯৬ বল খেলে ৩৬ রান করে। তার সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ গড়া যশস্বী অপরাজিত আছেন ১৪৩ রানের ব্যক্তিগত স্কোরে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৩১২। হাতে লিড রয়েছে ১৬২ রানের।

এরই মধ্যে গতকাল যশস্বী জয়সওয়ালের আগ্রাসী রূপ দেখতে পেয়েছে ক্রিকেটবিশ্ব। তিনি ব্যাট হাতে যখন ১৩৩ রানের স্কোরে ব্যাটিং করছিলেন তখন একটি সিঙ্গেল নিতে যাওয়ার সময় ক্যারিবিয়ান পেসার কিমার রোচ তার সামনে চলে আসেন। এরপরই নিজের ধৈর্য হারিয়ে বসেন তরুণ বাঁ-হাতি ভারতীয় ওপেনার।

তিনি এরপর কিছু ছাপার অযোগ্য ভাষায় বিরাট কোহলির কাছে ক্যারিবিয়ান বোলারকে নিয়ে অভিযোগ করেছেন। বিরাট কোহলি এই তরুণ ভারতীয় ওপেনারের এমন ভঙ্গিতে উদযাপন বেশ উপভোগ করেছেন। তিনি নিজেও বহুদিন আগে থেকে এই একই পথের পথিক। ফলস্বরূপ গোটা ব্যাপারটা তার কাছে বেশ উপভোগ্য হয়ে উঠেছিল।

তবে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সম্পূর্ণ ভিন্ন রূপ দেখা গেছে যশস্বীর। অসাধারণ শতরানের পর নিজের মা-বাবার পাশাপাশি সেই সমস্ত ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন যশস্বী, যারা তার ক্রিকেটার হিসেবে এগিয়ে চলার পথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন পর্যায়ে। তবে অতিরিক্ত উৎসাহিত হতে রাজি নন তিনি। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা অসাধারণভাবে হয়েছে। এখন ধারাবাহিকতা বজায় রাখাই তার পরবর্তী লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর