পাঁচ হাজার টাকা বিনিয়োগে মিলবে ২৩ লাখ! আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে LIC-র এই পেনশন প্ল্যান

বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যত সুরক্ষিত করতে কে না চায় না। এই কারণে প্রায় সকলেই নিয়ম মেনে নির্দিষ্ট টাকা সঞ্চয় করেন। কারণ একটা বয়সের পর আর্থিক চাপ নিতে ভালো লাগেনা কারোরই। অবসরের পর সকলেই একটি নির্ঝঞ্ঝাট, নির্বিঘ্ন জীবন কাটাতে চান। আর সেই ভবিষ্যৎ সুরক্ষার কথা ভেবেই এলআইসি (Life Insurance Corporation) তাদের New Pension Plus চালু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, LIC-র পেনশন প্লাস (৮৬৭) একটি ইউনিট-লিঙ্কড ব্যক্তিগত পেনশন প্ল্যান। সিঙ্গল প্রিমিয়াম প্রকল্প হিসাবে নতুন প্ল‌্যানটি কিনতে পারেন গ্রাহক। পাশাপাশি থাকবে রেগুলার প্রিমিয়াম পেমেন্টের বিকল্প। অল্পবয়সি গ্রাহকদের জন্য প্ল্যানটি বিশেষভাবে উপযোগী হবে।

নির্দিষ্ট সময়ের পর বেশ গুছিয়ে নিজের রিটায়ারমেন্ট প্ল‌্যানিং করতে পারবেন তারা। এলআইসি নিউ পেনশন প্লাস প্ল্যান একক প্রিমিয়াম পেমেন্ট পলিসি বা নিয়মিত প্রিমিয়াম পেমেন্ট হিসাবে কেনা যায়। এই স্কিমের মাধ্যমে নির্দিষ্ট ও ধারাবাহিক পদ্ধতিতে টাকা জমিয়ে এক বড় অঙ্কের টাকা পাওয়া সম্ভব। এবং মেয়াদ শেষে অ্যানুইটি কেনার মাধ্যমে ধারাবাহিক আয় নিশ্চিত করা সম্ভব।

জানিয়ে রাখি, রেগুলার পেমেন্ট (Regular Payments) বিকল্পের ক্ষেত্রে বিমার মেয়াদের সঙ্গে সঙ্গে প্রিমিয়াম দেওয়া যায়। আর সিঙ্গল প্রিমিয়াম পলিসির ক্ষেত্রে একবারই প্রিমিয়াম দিতে হয় গ্রাহককে। ঠিক কত টাকা প্রিমিয়াম হিসেবে দিতে চাইবেন, সেটা সম্পূর্ণ গ্রাহকের উপর নির্ভর করে। গ্রাহক তার নিজের ইচ্ছ মত পলিসির মেয়াদও বেছে নিতে পারবেন।

image 78

প্রসঙ্গত উল্লেখ্য, এখানে বিনিয়োগের মোট চারটি বিকল্প রয়েছে। পেনশন গ্রোথ ফান্ড, পেনশন বন্জ ফান্ড, পেনশন সিকিউরড ফান্ড এবং পেনশন ব্যালান্সড ফান্ড। এখানে মাসিক প্রিমিয়াম হলে ৩ হাজার টাকা এবং সর্বনিম্ন বার্ষিক প্রিমিয়াম হল ৩০ হাজার টাকা। ২৫ থেকে ৭৫ বছর বয়সী মানুষ যে কেউ এখানে বিনিয়োগ করতে পারেন। এবং পলিসির সর্বনিম্ন মেয়াদ ১০ বছর, সর্বোচ্চ ৪২ বছর।

টাকার বৃদ্ধির হার (LIC Pension Plus Plan) : LIC-র এই নতুন প্ল্যানে প্রতি মাসে ৫ হাজার টাকা জমা দিলে ২০ বছরে প্রায় ২৩ লক্ষ টাকা হবে। এখানে রিটার্নের পরিমাণ ধরা হয়েছে ৮ শতাংশ।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর