বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হারালো রোহিত শর্মার ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দাপুটে পারফরম্যান্সে ভর করে ভারতীয় দল ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে। অভিষেকেই দুর্দান্ত শতরান করা যশস্বী ম্যাচের সেরা হয়েছেন।
সেই সঙ্গে সৌরভ গাঙ্গুলীর ১৯৯৬ সালে গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন এই তরুণ বাঁ-হাতি ভারতীয় ওপেনার। টেস্ট অভিষেকে বিদেশের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি এতদিন সৌরভের নামের পাশে ছিল। লর্ডসের মাটিতে তার ১৩১ রানের সেই ইনিংসটির সঙ্গে কোনওভাবেই যশস্বীর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা ১৭১ রানের ইনিংসটি তুলনীয় নয়। কিন্তু রেকর্ড বুকে সৌরভের থেকে এক ধাপ উপরে পৌঁছে গিয়েছেন তিনি।
অনেকেই আশা করছিলেন যে এরপর হয়তো ভারতীয় ওডিআই দলেও দেখা যাবে যশস্বী-কে। কিন্তু তেমনটা যে হবে না সেটার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে গতকাল। কালকেই চীনে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। আর সেই দলে জায়গা পেয়েছেন যশস্বী।
যেহেতু ওডিআই বিশ্বকাপ এবং এশিয়ান গেমস প্রায় একই সময় অনুষ্ঠিত হবে তাই নিজেদের মূল দলকে এশিয়ান গেমসে পাঠাচ্ছে না বিসিসিআই। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে একটি দ্বিতীয় শ্রেণীর দল চীনের মাটিতে উড়ে যাবে ওই টুর্নামেন্টে অংশ নিতে। আর সেই স্কোয়াডে যশস্বী-কে রেখে বুঝিয়ে দেওয়া হল খুব বড় কোনও অঘটন না ঘটলে এই মুহূর্তে ভারতীয় দলে তার পক্ষে নিয়মিত হওয়া সম্ভব নয়।
এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াড: রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিশ্নই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক)