বাংলা হান্ট ডেস্কঃ এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) জোর ধাক্কা খেল রাজ্য! কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) রায়ই বহাল রাখল শীর্ষ আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাদশ – দ্বাদশের ২০১৬ সালের পরীক্ষার ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। তবে লাভের লাভ কিছুই হল। হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গের তৃণমূল নেতা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী অবৈধভাবে চাকরি পেয়েছেন, এই অভিযোগ তুলে আদালতে মামলা ঠোকেন আরেক চাকরিপ্রার্থী ববিতা সরকার। পরে যদিও চিত্র পাল্টে যায়। ববিতার পর অনামিকা রায় নামে অন্য এক এসএসসি পরীক্ষার্থী জানান তার নম্বর ববিতার থেকে বেশি।
এরপর আদালত বিবেচনা করে ববিতার চাকরি অঙ্কিতাকে দেয়। আদালতের নির্দেশেই স্কুলশিক্ষিকার চাকরি পেয়েছিলেন ববিতা। আবার হাই কোর্টের নির্দেশেই সেই চাকরি খোয়ান তিনি। যদিও এতেই থেমে থাকেননি ববিতা। এরপর ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হন ববিতা।
তার দাবি মেনে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় SSCকে ২১ জুলাইয়ের মধ্যে ২০১৬-র একাদশ – দ্বাদশের ওএমআর শিট প্রকাশ করার নির্দেশ দেন। অন্যদিকে সেই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় SSC। এদিন সেই মামলাতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখল আদালত।
এই বিষয়ে ববিতার আইনজীবী জানিয়েছেন, ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে একাদশ দ্বাদশে প্রায় ৫০০০ জন প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। SSC আদালতকে জানিয়েছে এর মধ্যে ৯০৭ জনের ওএমআর শিটে কারচুপি হয়েছে। তাই ওএমআর শিট প্রকাশ্যে এলেই জানা যাবে বাড়তি নম্বর পেয়ে কাদের চাকরি হয়েছে। এবার সুপ্রিম নির্দেশের পর কমিশনের হাতে আর মাত্র ২টো দিনের সময়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে SSC ওএমআর শিট প্রকাশ্যে আনে কিনা সেই দিকেই তাকিয়ে সকলে।