বাংলাহান্ট ডেস্ক: আগে শুধু বলিউডই (Bollywood) বিশ্ব বিনোদনে ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করত। তাই ভারতের বাইরেও বলিউড সুপারস্টারদের জনপ্রিয়তা রয়েছে দেখার মতো। কিন্তু এখন পরিস্থিতির বদল এসেছে। দক্ষিণী ইন্ডাস্ট্রি মাথা তুলে দাঁড়াতেই বাইরের জগতের কাছে ভারতীয় সিনেমার পরিচিতি বদলেছে। সেই সঙ্গে প্যান ইন্ডিয়া ছবির কনসেপ্ট এসেছে।
শাহরুখ খান (Shahrukh Khan), আমির খানদের (Aamir Khan) সঙ্গে জনপ্রিয়তায় পাল্লা দিচ্ছেন প্রভাস, যশ, আল্লু অর্জুনরা। শুধু খ্যাতিতে নয়, সিনেমার বক্স অফিস কালেকশন দিয়েও বলিউড তারকাদের চেপে দিচ্ছে দক্ষিণী তারকারা। দুই ইন্ডাস্ট্রির মধ্যে চলছে বক্স অফিসের ঠাণ্ডা লড়াই। একদিকে যেমন রয়েছে বাহুবলী, কেজিএফ অন্যদিকে রয়েছে পাঠান, দঙ্গল। তবে জানেন কী, দক্ষিণী ছবি এখন যতই জনপ্রিয় হোক না কেন, শাহরুখের একটি রেকর্ড এখনো ভাঙতে পারেননি কোনো অভিনেতাই।
কয়েক বছর বিরতির পর চলতি বছর ‘পাঠান’ এর সঙ্গে মেগা কামব্যাক করেছেন শাহরুখ খান। সারা বিশ্বে ১০৪২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। কিং খানের কেরিয়ারে ব্যবসায়িক দিক দিয়ে সবথেকে সফল ছবি পাঠান। কিন্তু প্রভাস, আমিরদের তবুও হারাতে পারেননি তিনি।
গোটা বিশ্বে সবথেকে বেশি ব্যবসার নিরিখে প্রথম স্থানে রয়েছে আমিরের ছবি ‘দঙ্গল’। মোট ১৯২৪ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। তারপরেই দু নম্বরে রয়েছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। এই ছবির মোট ব্যবসার পরিমাণ ১৭৪২ কোটি টাকা। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে শাহরুখের পাঠান।
কিন্তু একটা জায়গায় এই সব তারকারা মার খেয়ে গিয়েছেন শাহরুখের কাছে। মোট ব্যবসার অঙ্কের দিক দিয়ে ব্যাকফুটে থাকলেও বলিউডের বাদশার কিন্তু একটি বড়সড় রেকর্ড রয়েছে। পাঠান মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহেই ১৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছিল। প্রথম সপ্তাহেই এত টাকার ব্যবসা কোনো ভারতীয় ছবি হিসেবে প্রথম করে দেখায় পাঠান। আর এর সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েন শাহরুখ যা এখনো পর্যন্ত কোনো অভিনেতাই ভাঙতে পারেনি। বাহুবলী, কেজিএফ ২, দঙ্গল সব ছবিকেই পেছনে ফেলে দিয়েছে পাঠান।