‘৭ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নইলে…’ রাজ্যপাল বোসকে কড়া হুঁশিয়ারি দিয়ে গেল চিঠি

বাংলা হান্ট ডেস্কঃ এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (Governor C V Ananda Bose) মামলার হুঁশিয়ারি। আইনি নোটিশ পাঠালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। জানা যাচ্ছে আইনি চিঠি পাঠিয়ে রাজ্যপালকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। কিছুদিন আগেই ওমপ্রকাশ মিশ্রের (Om Prakash Mishra) বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কিছু অভিযোগ তোলার জেরে তার মানহানি হয়েছে, তার জেরেই এই নোটিস পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

নিজের আইনজীবী মারফত রাজ্যপালকে মানহানির নোটিস পাঠিয়েছেন ওমপ্রকাশ। নোটিসেই বলা হয়েছে, ‘জুলাইয়ের ১ তারিখ আমার ক্লায়েন্টের কাছে একটি ফরওয়ার্ডেড হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। তাতেই লেখা ছিল আপনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই খবর সোশ্যাল মিডিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও সম্প্রচারিত হয়। এই অপ্রচারের কারণে আমার ক্লায়েন্টের মানহানি হয়েছে। তাই এই চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে আইনি পদক্ষেপ করা হবে।’

অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে ক্ষমা চাইলে ওমপ্রকাশ মিশ্র উপযুক্ত আইনি পদক্ষেপ নেবেন বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। সেখানে বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত একটি দুর্নীতি নিয়ে সরব হন তিনি।

প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র সেই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন এই অভিযোগ তোলেন সিভি বোস। পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশও দেওয়া হয়। বর্তমানে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নবান্ন রাজভবন সংঘাত চরমে। এরই মধ্যে এই চিঠি নতুন মাত্রা যোগ করল।

cv bose, om prakash

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে বসানো হয়। রাজ্যপালই তাকে নিয়োগ করেছিলেন। মাত্র তিন মাস ওই পদে ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ ওমপ্রকাশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর