বাংলায় লাগাতার হিংসা, বেঙ্গালুরুতে কোলাকুলি! বিরোধী জোটকে ফালাফালা আক্রমণ মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লিতে এনডিএ (NDA) বৈঠকে থেকে মোদীর (PM Narendra Modi) নিশানায় বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA)। ক্ষুদ্র স্বার্থের জন্য একজোট হয়েছে বিরোধী দলগুলি, এই জোট কখনও সাফল্য পাবে না! বিরোধী জোটকে জোর কটাক্ষ নমোর। রাজ্যে সংঘাত চরমে থাকার পরও কীভাবে দলগুলি একজোট হচ্ছে, সে নিয়েও কটাক্ষ করেন মোদী। তুলে আনেন বাংলার প্রসঙ্গও।

এদিন বিরোধীদের খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দেশের মানুষ খোলা চোখে সবকিছু দেখতেও পাচ্ছে আর বুঝতেও পারছে।’ তার কথায়,
কোন ক্ষুদ্র স্বার্থের জন্য বিরোধীদের এই সমঝোতা, কেন তারা মূল্যবোধের সঙ্গেও আপোশ করছে, সেটা মানুষ বেশ বুঝতে পারছে।

এদিন ভবিষ্যৎবাণী করে প্রধানমন্ত্রী বলেন এই জোট কখনই সাফল্য পাবে না। মোদী বলেন, কেরলে বাম ও কংগ্রেসের মধ্যে বিরোধ, তাও বেঙ্গালুরুতে দুই দলের নেতারা এক হচ্ছে। পশ্চিমবঙ্গের উদাহরণ টেনে মোদী বলেন, বাম ও কংগ্রেসের ওপর তৃণমূল আক্রমণ করছে। তাও তাদের নেতারা তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলছে না।

বিরোধী দলগুলির জোটকে তোপ বেগে মোদী আরও বলেন, ‘রাজনীতির স্বার্থে এই সব দল কাছে আসতে পারে কিন্তু সঙ্গে থাকতে পারে না।’ তার কথায় ‘এই সব দলগুলি মোদী সরকারের বিরোধিতায় এত সময় ব্যয় না করে, এই সময়টা যদি দেশের কাজে লাগাত তাহলে ভাল হত।’

nda modi

প্রসঙ্গত, গতকালই বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে মহা জোটের দ্বিতীয় বৈঠক (Opposition Meet)। বিজেপি-বিরোধী শিবিরের সেই বৈঠকে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

গতকাল বিরোধীদের দ্বিতীয় বৈঠকেই জোটের নাম ঠিক হয় ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’ (INDIA)। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে ময়দানে নামবে ‘ইন্ডিয়া’। আর এদিনই এনডিএ-র বৈঠক থেকে এই বিরোধীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর