NDA-তেও নেই, আবার INDIA-তেও না! এই ৯ রাজনৈতিক দল হতে পারে ‘কিং মেকার”, তালিকায় বড় নাম

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে শুরু হয়েছে রাজনৈতিক দক্ষযজ্ঞ। নির্বাচনের আগে তৈরি হয়েছে দুই মহাজোট। মোট ৬০টিরও বেশি রাজনৈতিক দল যোগ দিয়েছে এই দুই জোটে। লক্ষ্য একটাই, ২০২৪ এর ভোটে জিতে দিল্লির মসনদে বসা। একদিকে রয়েছে বিজেপি এবং তাদের জোট NDA। সেখানে ৩৮টি রাজনৈতিক দল উপস্থিত রয়েছে। অন্যদিকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল ইত্যাদি সহ মোট ২৬টি দল রয়েছে। যারা অন্যসময় একে অপরের তীব্র বিরোধিতা করলেও I-N-D-I-A জোটের অধীনে এসেছে এক ছাতার তলায়।

কিন্তু উভয় জোটেই কিছু দলের নাম নেই। এমন মোট ৯টি রাজনৈতিক দল রয়েছে যারা এখনো কোনো জোটে নাম লেখায়নি। নিম্নে সেই দলগুলোর নাম দেওয়া হলো।

১) Janata Dal Secular (JDS) : কর্ণাটকের এই দলটি এক্ষুণি কোনও জোটে নাম লেখায়নি। যদিও ২০০৬ সালে তারা BJP এর পক্ষে যোগ দিয়েছিল। আবার ২০১৮-তে সমর্থন করেছিল কংগ্রেসকে। তবে বিশ্বস্ত সূত্রে খবর, এবার তারা যোগ দিতে পারে বিজেপির সাথে।

২) Shiromnai Akali Dal (SAD) : কদিন আগে শোনা যায় শিরোমণি আকালি দল ফের NDA জোটে ফিরতে পারে। কিন্তু বেঙ্গালুরুর I-N-D-I-A জোটে অথবা দিল্লিতে NDA জোটের কোথাও তাদের উপস্থিতি থাকেনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তারা কোন দিকে যোগ দেয় সেটাও দেখার

৩) Bahujan Samajwadi Party (BSP) : একসময় উত্তরপ্রদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করলেও বর্তমানে যেন BSP কোথাও যেন একটা উধাও হয়ে গিয়েছে। তবে মায়াবতীকে দুই জোটের কোথাও না দেখতে পাওয়ায় বোঝাই যাচ্ছে আপাতত কোনো দিকেই যাচ্ছেন না তিনি। তবে, তিনি ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। মনে করা হচ্ছে যে, তিনি এবার NDA-তে যোগ দিতে পারেন।

৪) Biju Janata Dal (BJD) : ওড়িশাতে বিরোধীরা ক্ষমতাসীন বিজেডির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বিরোধী ফ্রন্টকে সমর্থন করতে অস্বীকার করেন। তবে NDA জোটেও নাম লেখাননি তিনি।

৫) Yuva Jana Shramik Raithu Congres Party (YSRCP) : YSRCP প্রধান ওয়াই এস জগন মোহন রেড্ডিও কোন জোটেই উপস্থিত থাকেননি। গত ২০১০ সালে কংগ্রেসের সাথে বিচ্ছেদের পর আর ওইমুখো হননি তিনি। এছাড়া BJP এর বিভিন্ন নীতিকে সমর্থন যোগালেও কোনো জোটে যোগ দেননি রেড্ডি।

৬) All India Majlis-E-Ittehadul Muslimin (AIMIM) : হায়দ্রাবাদের ৭ জন বিধায়ক এবং লোকসভায় একজন সাংসদ নিয়ে আসাদুদ্দিন ওয়েইসির AIMIM ও কোনো বৈঠকে অংশ নেয়নি।

এছাড়া ভারত রাষ্ট্র সমিতি (BRS), ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (INLD), অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (AIUDF) এই তিনটি দলও কোনো বৈঠকে অংশগ্রহণ করেনি। উল্লেখ্য যে, বেঙ্গালুরুর বিরোধী জোটে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবকেও কিছুটা সাইডলাইনে দেখা গেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লোকসভা ভোটের আগে আরো একবার দলবদল করতে পারেন নীতিশ কুমার। ফলে আগামী সময়ে ভোটের সমীকরণ বদলাতেও পারে বলে ধারণা। এখন দেখার ভোটের আগে কোন জোট কত বেশী সমর্থন আদায় করতে পারে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর