বাংলাহান্ট ডেস্ক: যত দিন যাচ্ছে টিআরপির (TRP) গুরুত্ব ততই বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভাল টিআরপি তোলা বাঞ্ছনীয়। নয়তো নতুনদের ভিড়ে অচিরেই হারিয়ে যেতে সময় লাগবে না। আর এর ফলাফল একটাই, কয়েক মাস যেতে না যেতেই ইতি টানতে হবে গল্পে। এই মুহূর্তে টিআরপি তালিকায় দুটি ভাগ হয়ে গিয়েছে। কিছু সিরিয়াল লাগাতার ভাল টিআরপি তুলে আসছে আর কিছু সিরিয়াল ক্রমেই লিস্টের নীচের দিকে নামছে।
একটানা ভাল ফল করে তালিকার প্রথম স্থানে জায়গা ধরে রেখে দিয়েছে স্টার জলসার সুপারস্টার ‘অনুরাগের ছোঁয়া’। এ সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে উঠেছে ৮.৬ নম্বর। দ্বিতীয় স্থানে আবারো ধামাকাদার কামব্যাক করেছে ‘জগদ্ধাত্রী’। এই সিরিয়ালের দখলে রয়েছে ৭.৮ পয়েন্ট। মাত্র কয়েক নম্বরের জন্য পিছিয়ে পড়েছে ‘ফুলকি’। ৭.৩ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এই সিরিয়াল।
এ সপ্তাহের বড় চমক ‘রাঙা বউ’। শ্রুতি দাসের বিয়ের সঙ্গে সঙ্গে টিআরপিও এক ধাক্কায় বেড়ে গিয়েছে এই ধারাবাহিকের। শ্বশুর শাশুড়িকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে রাঙা বউ। তার সংগ্রাম ভালোই দর্শক টানছে। ৬.৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। ভাল ফল করেছে ‘হরগৌরী পাইস হোটেল’ও। এই মেগার দখলে রয়েছে ৬.৬ পয়েন্ট। জি এর একেবারে নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ তুলতে পেরেছে ৪.৭ পয়েন্ট।
জোর টক্কর চলছে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে। তবে জি এর একাধিক সিরিয়ালের হাল রীতিমতো খারাপ। প্রতিপক্ষ চ্যানেলের ধারাবাহিকের সঙ্গে কোনো ভাবেই পেরে উঠছে না এই সিরিয়াল গুলি। উপরন্তু স্লট বদলানোয় এক সময়কার চ্যানেল টপারও এখন টিআরপি তুলতে হিমশিম খাচ্ছে।
নতুন নতুন সিরিয়াল আনলেও টিআরপিতে বিশেষ হেরফের দেখা যাচ্ছে না। তবুও নতুন ধারাবাহিক আসার অন্ত নেই। আগামীতেই বেশ কিছু নতুন সিরিয়াল শুরুর গুঞ্জন শোনা যাচ্ছে। সেই সঙ্গে কয়েকজন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর কামব্যাকের সম্ভাবনাও রয়েছে। টিআরপি তালিকায় কোনো বদল আসে কিনা সেটাই দেখার অপেক্ষা এখন।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৮.৬ (প্রথম)
জগদ্ধাত্রী- ৭.৮ (দ্বিতীয়)
ফুলকি- ৭.৩ (তৃতীয়)
রাঙা বউ- ৬.৭ (চতুর্থ)
হরগৌরী পাইস হোটেল- ৬.৬ (পঞ্চম)
নিম ফুলের মধু- ৬.৫ (ষষ্ঠ)
বাংলা মিডিয়াম- ৫.৯ (সপ্তম)
এক্কা দোক্কা- ৫.৭ (অষ্টম)
পঞ্চমী- ৫.৫ (নবম)
খেলনা বাড়ি- ৫.৪ (দশম)
দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-
অনুপমা- প্রথম (৩.০)
ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- দ্বিতীয় (২.৩)
ইয়ে হ্যায় চাহাতে, ফালতু, গুম হ্যায় কিসিকে পেয়ার মে- তৃতীয় (২.১)
ইমলি- চতুর্থ (২.০)
তারক মেহতা কা উলটা চশমা, পান্ডিয়া স্টোর- পঞ্চম (১.৯)