অনাথ আশ্রমের জমির উপর বাড়ি বানিয়েছিলেন আম্বানি! কত টাকায় হয় চুক্তি? প্রকাশ্যে বড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক : মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) নিয়ে দেশের অন্দরে আলোচনার শেষ নেই। বর্তমানে মুকেশ আম্বানি কোথায় থাকেন সেই প্রশ্নের উত্তর দিতে পারে কোনো বাচ্চা ছেলেও। রিলায়েন্স ইন্ডাস্ট্রির (Reliance Industry) মালিকের বিলাসবহুল জীবন যাপন নিয়ে সবাই বেশ কৌতূহলী। মুকেশ আম্বানি তার পরিবার নিয়ে বিশ্বের সবচেয়ে দামী বাড়ি ‘অ্যান্টিলিয়া’ (Antilia) তে থাকেন তিনি। কিন্তু আজ আমরা আপনাদের জানাবো এই বাড়ির ইতিহাস।

সারাবিশ্বে আলোচিত হয় বাড়িটি। আর হবে নাই বা কেন, ১৫,০০০ কোটি টাকা দিয়ে যদি বাড়ির নির্মাণ হয় তাহলে সেই নিয়ে মানুষের কৌতূহল থাকাটাও স্বাভাবিক। কিন্তু জানেন কি, কীভাবে গড়ে ওঠে এই রাজপ্রাসাদ? সালটা ২০০২, এক মুসলিম সংস্থা সেই জায়গার মালিক। আম্বানি বাড়িটি কিনে নেন তাদের থেকে।

টাইমস গ্রুপের রিপোর্ট অনুযায়ী সেই সময় অ্যান্টিলিয়ার জন্য জমি কিনতে প্রায় ৪.৪ মিলিয়ন ডলার খরচ করতে হয় মুকেশ আম্বানিকে। আজকের দিনে ভারতীয় মুদ্রার হিসেবে সেই অংক দাঁড়ায় ৩৬ কোটি টাকায়। তারপর ধীরে ধীরে গড়ে ওঠে বিলাসবহুল এই বাড়ি। বিশ্বের তালিকায় রেকর্ড বানিয়ে সবচেয়ে দামী বাড়ির রেকর্ড নিজের কাছে রাখেন তিনি।

ভিতরে রয়েছে অত্যাধুনিক সমস্ত পরিষেবা। ফুড কোর্ট থেকে শুরু করে খেলার জায়গা, গাড়ির পার্কিং ইত্যাদি সমস্ত কিছুই বর্তমান সেখানে। কিন্তু অনেকেই যারা অ্যান্টিলিয়া ঘুরে এসেছেন তারা সেখানে অবস্থিত মন্দিরটির বেশ তারিফ করেছেন। বাড়িতে ঢোকার প্রবেশদ্বারও বেশ আকর্ষণীয়।

unnamed 2022 07 28t211101889 (1)

আপনাদের জানিয়ে দিই যে, এই Antilia তে সর্বমোট ২৭টি ফ্লোর রয়েছে। এটি সর্বমোট ৪ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত। ৮ বছর ধরে বাড়ি নির্মাণের পর ২০১১ সালে নির্মাণ সম্পূর্ন হয়। আম্বানি এবং তার পরিবার নিজের সিউইন্ডের কোলাবা অ্যাপার্টমেন্টে ছেড়ে অ্যান্টিলিয়াতে আসেন।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর