গ্রাহকদের জন্য খুব সস্তার রিচার্জ প্ল্যান আনল Airtel! এবার সারা বছর নিশ্চিন্তে পাবেন ইন্টারনেট

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় দেশের বৃহত্তম মোবাইল অপারেটর ছিল এয়ারটেল (Bharti Airtel)। কিন্তু টেলিকম বাজারে রিলায়েন্স জিওর প্রবেশের পর তারা নেমে আসে দ্বিতীয় ধাপে। বর্তমানে এয়ারটেল লঞ্চ করেছে তাদের ফাইভ-জি পরিষেবা। এছাড়াও গ্রাহকদের ধরে রাখতে এয়ারটেল বিভিন্ন সময়ে আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে।

দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান যারা খুঁজছেন তাদের জন্য আকর্ষণীয় একটি প্যাক নিয়ে এসেছে ভারতী এয়ারটেল। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেলের এই বার্ষিক রিচার্জ প্ল্যান সম্পর্কে। ১৭৯৯ টাকার এই প্ল্যান দিয়ে একবার রিচার্জ করলে এয়ারটেল গ্রাহকরা সারা বছর ইন্টারনেট ও ফোন কলসের সুবিধা পাবেন।

এই প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন। গ্রাহকরা এতে পেয়ে যাবেন মোট ২৪ জিবি ডেটা। এর সাথে থাকছে সারা বছর দেশের যে কোনও প্রান্তে আনলিমিটেড ফোন কল করার সুযোগ। এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা মোট ৩৬০০ টি এসএমএস করার সুবিধা পাবেন। এই দুর্দান্ত প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকদের যে সারাবছরই নিশ্চিন্ত থাকতে হবে তার বলাই বাহুল্য।

Untitled design 2021 08 04T202250.099

অতিরিক্ত সুবিধা হিসেবে এয়ারটেল গ্রাহকরা তিন মাসের উইনক মিউজিকের সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও থাকছে অ্যাপেলো ২৪*৭ এপ্সের তিন মাসের ফ্রি মেম্বারশিপ। যে সকল এলাকায় ফাইভ জি পরিষেবা উপলব্ধ সেই সকল এলাকার গ্রাহকরা আনলিমিটেড ৫জি ট্রায়াল করার সুবিধাও পাবেন এই প্ল্যানের সাথে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর