বাংলা হান্ট ডেস্ক : সামনেই উৎসবের মরশুম, আর তারপরেই বিয়ের সিজন। এমন সময় সোনা রূপা কেনার ধুম তুঙ্গে। সনাতনীদের বিয়ে বা যে কোন অনুষ্ঠানের জন্যই সোনাকে শুভ মানা হয়। আর তাই দাম পড়লেই মানুষ টুকটাক অলঙ্কার কিনে রাখেন। এমতাবস্থায় বাংলায় সোনা (Gold Price) রূপার দাম কত? চলুন দেখে নিই এক ঝলক।
বেশ কিছুদিন ধরেই সোনার প্রতি গ্রামের দাম ৬ হাজারের নিচেই। প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম। এইদিনও ১০ গ্রাম সোনার দাম ছিল ৬০ হাজারের কম। ২৪ ক্যারেটের সোনার দাম (Fine Gold 995) রয়েছে ৫৯,২৮২ টাকা। যেখানে প্রতি ১ কেজি খাঁটি রূপা (৯৯৯)-এর দাম ৭৩,৮৮৯ টাকা
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুসারে, সোমবার সন্ধ্যায়, ২৪ ক্যারেট খাঁটি সোনা প্রতি ১০ গ্রাম ৫৯,৪৩৪ টাকা ছিল, যা আজ সকালে ৫৯,২৮২ টাকায় নেমে এসেছে। একইভাবে বিশুদ্ধতার ভিত্তিতে রূপাও সস্তা হয়েছে।
আজ সোনা ও রূপার দাম : অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com অনুসারে, ২৪ ক্যারেট (৯৯৫) ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৯,০৪৫ টাকা। এদিকে ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম ছিল ৫৪,৩০২ টাকা। এছাড়া ১৮ ক্যারেট (৭৫০) সোনার দাম ছিল ৪৪,৪৬২ টাকা। এদিকে ১৪ ক্যারেট (৫৮৫) সোনার দাম ছিল ৩৪,৬৮০ টাকা। পাশাপাশি কেজি প্রতি রূপার দাম হয়েছে ৭৩৮৮৯ টাকা।
মিসড কলের মাধ্যমে সোনা এবং রৌপ্যের হার জানুন : উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিনগুলি এবং শনিবার ওরবিবার ibja দ্বারা রেট জারি করা হয় না৷ ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার গহনার খুচরা রেট জানতে, আপনি 8955664433 নম্বরে মিস কল দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই এসএমএস-এর মাধ্যমে আপনার নাম্বারে রেট পাঠানো হবে।