‘বাংলার মতো নোংরা নির্বাচন ভারতের কোনও রাজ্যে হয়না’, পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে অকপট মানব গুহ

বাংলা হান্ট ডেস্ক : গণতন্ত্র! গণতন্ত্র! গণতন্ত্র! বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের অংশ হওয়ার গর্ব রয়েছে প্রত্যেক ভারতবাসীর মধ্যে। ইতিহাস সাক্ষী, ভারতের (India) বুকে এই গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে প্রাচীনকালেই। ষোড়শ মহাজনপদের সময়ই পাওয়া যায় গণতন্ত্রের অস্তিত্ব। কিন্তু সুপ্রাচীন এই ভারতীয় গণতন্ত্র মাঝেমধ্যেই বিতর্কের কাঁটায় বিদ্ধ হয়। আর সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পর পশ্চিমবঙ্গের গণতন্ত্র (Democracy in West Bengal) আরও একবার দাঁড়িয়ে পড়েছে বিরোধীদের কাঠগড়ায়।

বাংলা হান্ট পরিচালিত কনক্লেভ ২০২৩-এ বিতর্ক সভার মূল বিষয়ই ছিল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের অবস্থা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবি থেকে শুরু করে প্রাক্তন আইপিএস আধিকারিকদের মতো সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। প্রথমেই মঞ্চে নিজের বক্তব্য পেশ করেন সাংবাদিক মানব গুহ। ‘আমি তথাকথিত ভালো বক্তা নই’ বলে ভাষণ শুরু করলেও নিজের ক্ষুরধার যুক্তিতে সকলকে সচকিত করে দেন মানববাবু।

কী বললেন মানব গুহ? বিশিষ্ট সাংবাদিক এদিন বলেন, ‘গণতন্ত্র চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। তারমধ্যে একটি স্তম্ভ নড়বড়ে হলেই মুখ থুবড়ে পড়বে গণতান্ত্রিক ব্যবস্থা। কিন্তু দু:খের বিষয় হল এই মুহুর্তে চারটি স্তম্ভেই ঘুন ধরে গিয়েছে। প্রথম স্তম্ভ হল আইন বিভাগ। লোকসভা হোক বা বিধানসভা, প্রত্যেক নির্বাচনের পরেই আমরা জানতে পারি মন্ত্রী-সাংসদ-বিধায়করা কতগুলি মামলায় ফেঁসে রয়েছেন।’

manab guha 2

এরপরই মানব গুহর মন্তব্যে উঠে আসে বাংলার প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতার কথা। তিনি বলেন, ‘গোটা ভারতে প্রশাসন কীভাবে কাজ করছে তা আপনারা সকলেই জানেন। বাংলায় তার অবস্থা আরও খারাপ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে প্রশাসন। পঞ্চায়েত নির্বাচনে হিংসা ঠেকাতেও সম্পূর্ণ ব্যর্থ পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ।’

সংবাদমাধ্যম নিয়ে বলতে গিয়ে সাংবাদিক মানব গুহ বলেন, ‘আমি মনে করি না এই মুহুর্তে সংবাদমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা উচিত। যেভাবে ব্যবসায়ীরা সংবাদমাধ্যমকে নিজেদের স্বার্থে পরিচালনা করছেন তা নজিরবিহীন।’

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন বিষয়ে ক্ষোভ ঝড়ে পড়ে মানব গুহর গলায়। তিনি বলেন, ‘আমি অসংখ্য রাজ্যে নির্বাচনের খবর করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের মতো এত নোংরা নির্বাচন আর কোথাও দেখিনি। লজ্জা লাগলেও এটা বলছি, পশ্চিমবঙ্গে যা চলছে তাকে গণতন্ত্র বলা যায় না।’

Sudipto

সম্পর্কিত খবর