বাংলাহান্ট ডেস্ক: সকালবেলাতেই খারাপ খবর বিনোদুনিয়া থেকে। প্রয়াত জনপ্রিয় পঞ্জাবি গায়ক সুরিন্দর শিন্ডা (Surinder Shinda)। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছিল গায়ককে। বুধবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
পঞ্জাবি বিনোদন জগতে বেশ জনপ্রিয় নাম ছিলেন সুরিন্দর শিন্ডা। একের পর এক হিট গান উপহার দিয়ে সঙ্গীত জগতে নিজের অবদান রেখেছেন তিনি। ‘জাট জিওনা মোড়’, ‘পুত জাটান দা’, ‘ট্রাক বিল্লিয়া’র মতো জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে পঞ্জাবি সঙ্গীত জগতে।
বিগত কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সুরিন্দর। লুধিয়ানার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিছুদিন আগেও তাঁর ছেলে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিওয় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপডেট দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, অনেকদিন ধরেই তাঁর বাবার চিকিৎসার প্রয়োজন ছিল। সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তিনি এও দাবি করেছিলেন, তাঁর বাবা সুস্থ আছেন।
কিন্তু তাঁর দাবি সত্যি হল না। বুধবারই এসে পৌঁছাল সুরিন্দর শিন্ডার মৃত্যুর খবর। তাঁর এহেন মৃত্যু মেনে নিতে পারছেন না অনুরাগী এবং তাঁর গুণমুগ্ধ ভক্তরা। পঞ্জাবি সঙ্গীত জগতে শোকের পরিবেশ তৈরি হয়েছে সুরিন্দরের প্রয়াণে। সোশ্যাল মিডিয়াতেও অনেকে শোকপ্রকাশ করেছেন।
উল্লেখ্য, সুরিন্দর শিন্ডা শুধু একজন জনপ্রিয় গায়ক ছিলেন না। একাধিক পঞ্জাবি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। ‘পুত জাটান দা’, ‘উঁচা দর বাবে নানক দা’ এর মতো কিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁকে।