বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতের শ্ৰেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা এবার কাতার থেকে আরও একটি মাইনরিটি স্টেকহোল্ডার পেতে পারে। এই প্রসঙ্গে ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ওই উপসাগরীয় দেশটির Sovereign Wealth Fund এবং কাতার ইনভেস্টমেন্ট অথরিটি রিলায়েন্স রিটেইল ভেঞ্চারে মাইনরিটি স্টেক অর্জনের জন্য আলোচনা করছে। পাশাপাশি, আরও জানা গিয়েছে কাতারের Sovereign Wealth Fund, RRVL-এ প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ করার পরিকল্পনা করছে। যার নেতৃত্ব দিচ্ছেন মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি। এদিকে, এই বিনিয়োগের পর কাতার ইনভেস্টমেন্ট অথরিটি কোম্পানিটির ১ শতাংশ শেয়ারের মালিক হবে।
IPO সংক্রান্ত একটি বড় পদক্ষেপ হতে পারে: রয়টার্সের একটি রিপোর্ট অনুসারে, দু’টি গ্লোবাল কনসালটেন্টের পরিসংখ্যান অনুযায়ী এই মাসের শুরুর দিকে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার্সের অন্তর্গত রিলায়েন্স রিটেলের ভ্যালু ছিল ৯২ থেকে ৯৬ বিলিয়ন ডলার। এই ভ্যালুয়েশন RRVL-এর IPO লঞ্চের দিকে প্রথম পদক্ষেপ হতে পারে। উল্লেখ্য যে, এখনও পর্যন্ত, এই চুক্তির জন্য কাতারের Sovereign Wealth Fund থেকে কোনো অনুমোদন পাওয়া যায়নি। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যেহেতু এই চুক্তি প্রাথমিক পর্যায়ে রয়েছে তাতে কিছু পরিবর্তন আসতে পারে। যদিও এখনও পর্যন্ত এই খবর পুরোপুরি নিশ্চিত করা যায়নি।
রিলায়েন্সের শেয়ার বেড়েছে: তবে, এই খবর সামনে আসার পর শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। মূলত, এই কোম্পানির শেয়ার দুই শতাংশের বৃদ্ধির মাধ্যমে বুধবার দুপুর ১২ টা ৪৮ মিনিট নাগাদ ২,৫৩৩.৫৫ টাকায় লেনদেন হয়েছে। ট্রেডিং সেশনে কোম্পানির স্টক ২.৭০ শতাংশ বেড়ে ২,৬৪৭.২৫ টাকা হয়েছে।
আয় হয়েছে ৪৫ হাজার কোটি টাকা: এদিকে, রিলায়েন্সের শেয়ার বৃদ্ধির কারণে কোম্পানির মার্কেট ক্যাপ আবার ১৭ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে, কোম্পানির মূল্য ১৭,১৪,৩৭২.৯০ কোটি টাকা। গতকাল থেকেই কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় ৪৫,৪৩২.৮৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
লিস্টিং নিয়ে শুরু হয়েছে জল্পনা: উল্লেখ্য যে, ইতিমধ্যেই রিলায়েন্সের রিটেল ব্যবসার লিস্টিংকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। আম্বানি আগেই এই প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন। তবে গ্রুপের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট টাইমলাইন প্রকাশ করা হয়নি। জানিয়ে রাখি যে রিলায়েন্স রিটেল হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিটেল শাখা। যেটি ২৪৯ মিলিয়নেরও বেশি রেজিস্টার্ড গ্রাহকদের পরিষেবা প্রদান করে।
২০২০ সালে বিদেশি বিনিয়োগ বাড়ানো হয়েছিল: ২০২০ সালে, রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস আমেরিকার প্রাইভেট ইক্যুইটি সংস্থা কেকেআর এবং জেনারেল আটলান্টিক থেকে ও সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং ইউএইর মুবাডালা সহ বিনিয়োগকারীদের কাছে ১০.০৯ শতাংশ শেয়ার বিক্রি করে ৫.৭৭ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।