বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। সবার নজর এখন সেদিকেই। এখনও পর্যন্ত যা চিত্র তাতে লোকসভা ভোটে হতে চলেছে এনডিএ ভার্সাস ইন্ডিয়া। একের পর এক ঢালাও প্রতিশ্রুতি নিয়ে হাজির বিরোধী মহাজোট। তবে বিরোধীদের টপকে এবার বড় গ্যারান্টি দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নমো বলেন, তার নেতৃত্বে তৃতীয়বার এনডিএ (NDA) সরকার গঠন হলেই দেশবাসীর স্বপ্ন সত্যি হবে।
নয়াদিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন বা আইটিপিও-র নতুন মেলা প্রাঙ্গনের উদ্বোধনে যান প্রধানমন্ত্রী। মোদীর দাবি, তার নেতৃত্ব তৃতীয় বার কেন্দ্রে সরকার গঠন হলেই ভারত বিশ্বের তিনটি বৃহত্তম অর্থনীতির মধ্যে জায়গা করে নেবে৷ শুধু মুখে বলা নয় একেবারে গ্যারান্টি দিয়ে দিলেন নমো।
ঠিক কি বললেন প্রধানমন্ত্রী? এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমাদের প্রথম সরকারের আমলে ভারতীয় অর্থনীতি দশম স্থানে ছিল৷ দ্বিতীয় বারের মেয়াদ চলাকালীন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে৷ আমাদের সরকারের যে রেকর্ড রয়েছে, তাতে আমাদের সরকার তৃতীয় বার ক্ষমতায় এলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে৷ এটা মোদীর গ্যারান্টি রইল।’
নমো আরও বলেন, ‘ আমি দেশবাসীকে আশ্বস্ত করছি, ২০২৪-এ লোকসভার পর ভারতের উন্নয়ন আরও গতি পাবে৷ আমার সরকারের তৃতীয় আমলে আপনারা দেখবেন নিজেদের স্বপ্নপূরণ হচ্ছে৷’
এদিন জোর গলায় মোদী বলেন, ‘গত পাঁচ বছরে দেশের ১৩.৫ কোটি মানুষ দারিদ্র্যতা কাটিয়ে উঠেছে৷ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলিও বলেছে, ভারত থেকে চরম দারিদ্র্য প্রায় মুছে যাওয়ার মুখে৷ এই সব কিছু এটাই প্রমাণ করে যে, গত ৯ বছরে সরকার তরফে যে যে সিদ্ধান্ত এবং নীতিগুলি প্রণয়ন করা হয়েছে তা দেশকে সঠিক পথেই নিয়ে যাচ্ছে৷’ মোদী আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে মোদী সরকারের আমলে যা কাজ হয়েছে তা নজিরবিহীন।