বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। এমতাবস্থায়, চাহিদার উপর ভর করে একের পর এক দুর্দান্ত গাড়ি বাজারে আনছে সংস্থাগুলি। শুধু তাই নয়, ক্রেতাদের আকৃষ্ট করতে সংস্থাগুলির তরফে প্রায়শই দুর্ধর্ষ অফারও উপলব্ধ করা হচ্ছে। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার টাটা মোটরসও (Tata Motors) তাদের একের পর এক গাড়িতে আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করেছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগস্ট মাসের শেষেই দক্ষিণ ভারতের রাজ্য কেরালাতে মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী ওনাম উৎসব। এমতাবস্থায়, ওনামের মত পবিত্র উৎসবের কথা মাথায় রেখেই ওই রাজ্যে টাটার গাড়ির বিভিন্ন মডেলে বিপুল ছাড় দেওয়া হচ্ছে। এমনকি, বৈদ্যুতিক গাড়ির কেনার ক্ষেত্রেও ক্রেতারা ছাড়ের সুবিধা পাবেন। সর্বোচ্চ ৮০,০০০ টাকার ডিসকাউন্ট সহ গাড়ি ডেলিভারির সময়ে গ্রাহকদের জন্য নিশ্চিত উপহার থাকছে বলেও জানা গিয়েছে।
এদিকে, এই বিপুল ডিসকাউন্টের প্রসঙ্গে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেইকেলস লিমিটেডের মার্কেটিং হেড বিনয় পান্থ জানিয়েছেন, “কেরালার বাজার আমাদের কাছে সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই রাজ্যে আমাদের ৬৫ টি সার্ভিস সেন্টার এবং ১০৫ টি সেলস আউটলেট রয়েছে। শ্রম এবং নিষ্ঠার মাধ্যমে ক্রেতাদের সর্বোৎকৃষ্ট পরিষেবা দেওয়ার জন্য টাটা মোটরস সর্বদা অঙ্গীকারবদ্ধ রয়েছে।”
পাশাপাশি, গাড়ি কেনার ক্ষেত্রে সামগ্রিক বিষয়টি সহজ-সরল করার উদ্দেশ্যে টাটা মোটরস ইতিমধ্যেই হাত মিলিয়েছে শীর্ষস্থানীয় ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে। শুধু তাই নয়, গাড়ির অন-রোড দামের ১০০ শতাংশ লোন পাওয়ার পাশাপাশি মাসিক কিস্তির ক্ষেত্রে পাওয়া যাবে ইএমআইয়ের সুবিধাও। এছাড়াও, গাড়ি কিনে পরে দাম দেওয়ার সুযোগের জন্য রয়েছে “বাই নাও পে লেটার” অপশানও।
রয়েছে আকর্ষণীয় ছাড়: এই প্রসঙ্গে টাটা মোটরস সূত্রে জানা গিয়েছে, সংস্থার এন্ট্রি লেভেলের মডেল যেমন Tata Tiago এবং Tata Tigor-এর ক্ষেত্রে মোট ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি, Tigor-এর বৈদ্যুতিক সংস্করণে মিলবে সর্বাধিক ৮০,০০০ টাকার ডিসকাউন্টে। এছাড়াও, ভারতের অন্যতম সুরক্ষিত হ্যাচব্যাক হিসেবে বিবেচিত Altroz-এর ক্ষেত্রে সর্বাধিক ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে।
শুধু তাই নয়, টাটার জনপ্রিয় মাইক্রো এসইউভি Punch-এ মিলবে ২৫,০০০ টাকার ডিসকাউন্ট। পাশাপাশি, সংস্থার বেস্ট সেলিং কম্প্যাক্ট এসইউভি Nexon-এর পেট্রোল মডেলের ক্ষেত্রে ২৪,০০০ টাকা এবং ডিজেল ভেরিয়েন্টে ৩৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে। এছাড়াও, Harrier এবং Safari-র ক্ষেত্রে সর্বোচ্চ ৭০,০০০ টাকার ছাড় ও Nexon EV Prime এবং Nexon EV Max-এর ক্ষেত্রে যথাক্রমে ৫৬,০০০ এবং ৬১,০০০ টাকার ছাড় উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।