বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পরিবর্তিত হচ্ছে প্রতিটি দিক। পাশাপাশি, জিনিসপত্রের ধরণ থেকে শুরু করে সেগুলির দাম সবকিছুতেই ঘটেছে বড় পরিবর্তন। যেগুলি বর্তমান সময়ে আমাদেরকে রীতিমতো অবাক করে দেয়। শুধু তাই নয়, প্রায়শই আমরা দেখতে পাই যে, সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ কয়েক বছর আগেকার সাইকেল কেনার বিল অথবা রেস্টুরেন্টের বিল এমনকি Royal Enfield-এর বাইক কেনার বিলও ভাইরাল হয়ে গিয়েছে। কারণ সেই সময়ে এগুলির দাম এতটাই চমকপ্রদ ছিল যে বর্তমান সময়ের যা রীতিমতো অবিশ্বাস্য।
সেই রেশ বজায় রেখেই এই প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যা চমকে দেবে প্রত্যেককেই। মূলত, আজ আমরা আপনাদের কাছে ৩৭ বছর আগেকার Bullet বাইকের দামের বিষয়ে জানাবো। সাম্প্রতিককালে, যে বাইকটির দাম ২ লক্ষ টাকারও বেশি সেই বাইকটিই ৩৭ বছর আগে পাওয়া যেত মাত্র ১৮,৭০০ টাকায়। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। এমনকি এই প্রসঙ্গে একটি বিলের ছবিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
ভাইরাল হয়েছে ১৯৮৬ সালের বিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ১৯৮৬ সালে কেনা একটি Royal Enfield Bullet 350 বাইকের বিলের ছবি ভাইরাল হয়েছে। ওই বিল অনুযায়ী জানা গিয়েছে, বাইকটি কেনার ক্ষেত্রে খরচ হয়েছে মাত্র ১৮,৭০০ টাকা। উল্লেখ্য যে, বর্তমানে এই বাইকের প্রারম্ভিক মূল্য হল ১.৬০ লক্ষ টাকা।
এদিকে, ওই বিলটি royalenfield_4567k নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে। যেটির ক্যাপশনে লেখা রয়েছে, “১৯৮৬ সালের Royal Enfield 350cc”। ওই বিলটির দিকে লক্ষ্য করলেই দেখা যাবে যে, বাইকটি ১৯৮৬ সালের ২৩ জানুয়ারি বর্তমানে ঝাড়খণ্ডের কোঠারি মার্কেটে অবস্থিত এক অনুমোদিত ডিলারের কাছ থেকে কেনা হয়েছে। বিল অনুসারে, সেই সময়ে ওই মোটরসাইকেলের অন-রোড মূল্য ছিল ১৮,৮০০ টাকা। যা ছাড়ের পরে ১৮,৭০০ টাকায় বিক্রি হয়৷
এখনও পর্যন্ত প্রায় ৮৩ হাজার জন এই পোস্ট লাইক করেছেন। পাশাপাশি, নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। এই প্রসঙ্গে একজন লিখেছেন যে, “এখন এই বাইকের রিমসের দামও এর চেয়ে বেশি।” পাশাপাশি আরেক ব্যবহারকারী লিখেছেন, “আমার বাইক এক মাসে এত টাকার তেল খরচ করে।” অন্যজন লিখেছেন, “এখনকার দিনে এটা হল Bullet-এর এক মাসের কিস্তি।” এছাড়াও, অনেকেই বিভিন্ন মজাদার প্রতিক্রিয়া জানিয়েছেন।
View this post on Instagram
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাইক-প্রেমীদের কাছে Royal Enfield-এর বাইকগুলি সব সময় এক বাড়তি আগ্রহের উদ্রেক ঘটায়। এমতাবস্থায়, যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ বাইক লঞ্চ করছে এই সংস্থা। তবে, ৩৭ বছর আগে Royal Enfield-এর জনপ্রিয় Bullet বাইকের দাম যে মাত্র ১৮,৭০০ টাকা হতে পারে এটাই অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। আর সেই কারণেই ওই পোস্ট তুমুল ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।