বাংলা হান্ট ডেস্ক : স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (State Bank Of India) বিখ্যাত স্কিম অমৃত কালাশ ডিপোজিট (Kalash Deposit)। গত বছরই স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষ্যে এই স্কিমের শুরু করা হয়। SBI এর শুরু করা দুর্দান্ত স্কিমটি (Scheme) আসলে একটি বিশেষ FD স্কিম। বাজারে উপলব্ধ অন্যান্য স্কিমের থেকে বহুখানি বেশি সুদ পাওয়া যায় এই স্কিমে। শীঘ্রই স্কিমটির মেয়াদ শেষ হয়ে যেতে চলেছে, তাই আগেই জেনে নিন পুরো বিষয়টি।
SBI অমৃত কলশ হল 400 দিন মেয়াদের আমানত। অমৃত কলশ স্কিমে সাধারণ গ্রাহকরা মোট 7.1% সুদ পেয়ে যাবেন। একই স্কিমে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার 7.6%। স্টেট ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী 12 এপ্রিল 2023 থেকে 400 দিন আমানতের স্কিমের সূচনা করে SBI। গ্রাহকরা SBI এর শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং, SBI YONO অ্যাপের মাধ্যমেও Amrit Kalash FD বুক করতে পারেন।
স্টেট ব্যাঙ্কের এই স্কিমের মেয়াদ শেষ হবে আগামী 15 আগস্ট। এই স্কিমের থেকে ট্যাক্স বেনিফিট পাওয়ার জন্য 15G/15H ফর্ম পূরণ করতে হবে। উল্লেখ্য যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর এই স্কিমে 3% থেকে 7% সুদ পেয়ে যাবেন। একইসাথে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার থাকছে 3.50% থেকে 7.50%।
IDBI ব্যাঙ্কও 375 দিন থেকে 444 দিনের জন্য অমৃত মহোৎসব এফডি স্কিম নিয়ে এসেছে। আগামী 15 আগস্ট, 2023 পর্যন্ত বৈধ থাকবে এই স্কিমেও। 444 দিনের অমৃত মহোৎসব FD স্কিমের অধীনে, IDBI ব্যাংক সাধারণ, NRE এবং NRO-তে 7.15% সুদের হার অফার করে। প্রবীণ নাগরিকরা মোট 7.65% সুদ পেয়ে যাচ্ছেন।