বাংলাহান্ট ডেস্ক: মায়ানগরীতে আবারো ঘটল আত্মহত্যার (Suicide) ঘটনা। বলিউডের খ্যাতনামা আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের (Nitin Desai) মৃত্যুর খবর এসে পৌঁছাল বুধবার সকালে। করজাতে তাঁর এন ডি স্টুডিওতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। প্রাথমিক তদন্ত অনুযায়ী মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন নীতিন। বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিন সকালে নিজের স্টুডিওতে মৃত অবস্থায় পাওয়া যায় জনপ্রিয় আর্ট ডিরেক্টরকে। মনে করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে তাঁর আত্মহত্যার নেপথ্যে কারণটা ঠিক কী তা এখনো স্পষ্ট হয়নি। ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন আর্ট ডিরেক্টরের এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে নীতিনের স্টুডিওতে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, স্টুডিও ঠিকমতো না চলায় আর্থিক সমস্যায় ভুগছিলেন তিনি। আত্মহত্যার কারণ এটাই নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু তা এখনো জানা যায়নি।
বলিউডের অত্যন্ত খ্যাতনামা আর্ট ডিরেক্টর ছিলেন নীতিন দেশাই। দীর্ঘ দু দশকের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রির সদস্য ছিলেন তিনি। কাজ করেছেন সঞ্জয় লীলা বনশালি, বিধু বিনোদ চোপড়া, আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানির মতো পরিচালকদের সঙ্গে।
হাম দিল দে চুকে সনম, দেবদাস, লগান, যোধা আকবর, লগে রহো মুন্নাভাই, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই, বাজিরাও মস্তানির মতো ছবিতে আর্ট ডিরেকশন করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন চোখ ধাঁধানো সব সেট। শেষবার আশুতোষ গোয়ারিকরের ‘পানিপত’ ছবিতে কাজ করেছিলেন তিনি।
লম্বা ফিল্মি কেরিয়ারে বহু পুরস্কারও জিতেছেন নীতিন দেশাই। ডক্টর বাবাসাহেব আম্বেদকর, লগান, দেবদাস এবং হাম দিল দে চুকে সনম ছবিগুলির জন্য চার বার জাতীয় পুরস্কার জেতেন তিনি। এছাড়াও তিন বার সেরা আর্ট ডিরেকশনের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডওৎ্ জেতেন তিনি। নীতিনের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা, পরিচালকরা।