রাজনীতির পর এবার ফ্যাশন দুনিয়াতেও! র‍্যাম্প ওয়াক করে তাক লাগালেন শোভন-বৈশাখী

বাংলা হান্ট ডেস্ক : ভাইরাল কাপল কথাটা শোভন-বৈশাখীর (Sovan Baishakhi) জন্য এক্কেবারে পারফেক্ট। যখনই তারা একসাথে এসেছেন তখনই তারা ভইরাল হয়েছেন নেটদুনিয়ায়। বয়ে গেছে সমালোচনার ঝড়। তবে তাতে বিশেষ যায় আসেনা কপোতকপোতীর। আর এবার তো কলকাতার র‍্যাম্প শো-তে (Ramp Show) হেঁটে সকলের তাক লাগিয়ে দিলেন। তবে কি এবার ফ্যাশন দুনিয়ায় দেখা যাবে তাদের?

সদ্যই ট্রান্সজেন্ডারদের নিয়ে এক ফ্যাশন-শো এর আয়োজন করা হয়েছিল কলকাতায়। আর সেখানেই বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন শোভন আর বৈশাখী। বরাবরের মত এইদিনও তাদের পোশাকে দেখা গেল রঙ মিলান্তি। হাত হাত রেখে কার্পেট-ও মাতালেন তারা। জুটিতে র‍্যাম্পে হেঁটে টেক্কা দিলেন উঠতি মডেলদেরও।

উল্লেখ্য, এইদিন অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্রও। ললনাদের মধ্যমণি হয়ে তিনিও মঞ্চ মাতালেন। অনুষ্ঠান প্রসঙ্গে বৈশাখী বললেন, ‘আমার মনে হয় ট্রান্সজেন্ডাররা মানসিকতা, আধুনিকতার দিক থেকে অনেক এগিয়ে। এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুব আনন্দিত।’

ওদিকে ম্যাচিং জামা পরা নিয়ে শোভনের বক্তব্য ছিল, ‘দেখুন যত মত তত পথ। এত মানুষ আছে, একেক রকম কথা তো বলবে। হাঁসের মতো জলটা সরিয়ে দুধটা নিয়ে নিয়ে নিতে হবে। যাকে কথায় বলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাওয়া। সেভাবেই আমাদের চলা।’

আবার মদন মিত্রর গলায় শোনা গেল, ‘আজকে এই ট্র্যান্সজেন্ডাররা অনেক লড়াই করছে। এরা তাদেরকে সেই জন্য পুরস্কৃত করছে। আমাকে অনেকেই বলবে, রাজনীতি করে র‍্যাম্পে হাঁটা কেন। আমি বলব, আমরা তো মিছিলে হাঁটি। মিছিলের থেকে বড় র‍্যাম্প আর হয় না। তাহলে মিছিলে হাঁটতে পারলে র‍্যাম্পে হাঁটতে পারব না কেন?’

baisakhi sovan fashion show ramp 1690944455097 1690945223903

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই লিভ-ইনে রয়েছেন শোভন আর বৈশাখী। বৈশাখীর সঙ্গে থাকেন তার একমাত্র কন্যা মহুলও। একদিকে শোভন তার প্রাক্তন স্বামী মনোজিতের থেকে আইনি বিচ্ছেদ পেয়ে গেলেও শোভন এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। রত্না এখনও তাকে ডিভোর্স দিতে রাজি নন। তবে শোভন-বৈশাখী দুজনেরই স্বপ্ন, সব বাধা পেরিয়ে আইনিভাবে এক হবেন তারা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর