বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটারদের আচরণ অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ বা টুর্নামেন্টে হারের পর তাদের বিচলিত না হওয়ার বিষয়টিও অনেকেরই পছন্দের নয়। এই নিয়ে নানা সময় অনেকেই সমালোচনা করেছেন ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু সম্প্রতি এই নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।
ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক জানিয়েছেন, “বর্তমানে ভারতীয় খেলোয়াড়রা ক্রিকেট ছাড়াও অন্য অনেক ক্ষেত্র থেকে মোটা টাকা উপার্জন করেন। আর অতিরিক্ত টাকা অনেকসময় অনেকের অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। দেশের হয়ে ক্রিকেট খেলার দায়বদ্ধতা হারানোর সেটাও একটা বড় কারণ হতে পারে।”
তার এই মন্তব্য নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। অনেকেই তার সাথে সহমত হয়ে বর্তমান ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করেছিলেন। আবার অনেকে তার বিরুদ্ধে গিয়ে বলেছিলেন যে ব্যক্তি নিজে পয়সাও উপার্জনের জন্য পান মশলার বিজ্ঞাপন করতেও দুইবার ভাবেন না তার এই বিষয়ে মন্তব্য করাই উচিত না।
কিন্তু এবার এই বিষয়ে মুখ খুলেছেন রবীন্দ্র জাদেজা। ভারতের তারকা অলরাউন্ডার কপিল দেবের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেছেন, “উনার যেটা মনে হচ্ছে উনি সেটা বলতেই পারেন, কিন্তু আমার মনে হয় না সেই কথাটার কোনও যুক্তি আছে। আমরা প্রত্যেকেই এরকম দেশের জার্সির গায়ে চাপিয়ে মাঠে নামে তখন সমান আবেগ বজায় থাকে।”
প্রসঙ্গত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম দুই ওডিআই ম্যাচে তীব্র সংঘর্ষ করতে হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু তৃতীয় ম্যাচে রীতিমতো দাপট দেখিয়ে জয় পেয়েছে তারা। ফলস্বরূপ সিরিজ তারা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। বেশ কিছু তারকা নিজেদের ভারতীয় দলে প্রতিষ্ঠা করার মতোই পারফরম্যান্স করেছেন।