বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো ন্যাশনাল পার্কে এবার আরও একটি চিতার মৃত্যু হল। উল্লেখ্য যে, গত বছরের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সুদূর নামিবিয়া থেকে নিয়ে আসা চিতাগুলিকে এই পার্কে মুক্ত করেন। তারপর থেকেই অত্যন্ত রক্ষণাবেক্ষণের মধ্যে রাখা হয়েছিল চিতাগুলিকে।
যদিও, বিভিন্ন কারণে কুনো ন্যাশনাল পার্কে এখনও পর্যন্ত ৩ টি শাবক সহ ৯ টি চিতার মৃত্যু ঘটেছে। মূলত, শেষ পাঁচ মাসেই এই মৃত্যুগুলি ঘটেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কুনো ন্যাশনাল পার্কের কেয়ার টেকাররা গত দু’দিন ধরে নিখোঁজ স্ত্রী চিতাটিকে খুঁজে বের করতে ব্যস্ত ছিলেন।
এমতাবস্থায়, দু’দিনের পর ওই চিতার মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ওই স্ত্রী চিতার নাম ছিল “ধাত্রী” (Tbilisi)। এই চিতাটিকে নামিবিয়া থেকে নিয়ে এসে এই পার্কে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে, কিভাবে এই স্ত্রী চিতাটির মৃত্যু হল সেই কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট পার্কের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অসীম শ্রীবাস্তব ওই স্ত্রী চিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মৃত্যু হয়েছে ৮ টি চিতার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই চিতাটির মৃত্যুর আগে কুনো ন্যাশনাল পার্কে আরও ৮ টি চিতা প্রাণ হারিয়েছে। এর মধ্যে তিনটি শাবকও রয়েছে। এদিকে, বারংবার চিতার মৃত্যুর ঘটনায় আদালতে একটি পিটিশনও দাখিল করা হয়।
যার জবাবে সরকারের তরফে বলা হয়, এখনও পর্যন্ত যতগুলি চিতা মারা গেছে সেগুলির সবই “ন্যাচারাল ডেথ” ছিল। তাই এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যদিও, সরকারের দেওয়া জবাবে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করার কথাও জানানো হয়েছে।
Madhya Pradesh | A female cheetah 'Dhatri' was found dead in Kuno National Park today morning. Post-mortem is being conducted to ascertain case of death pic.twitter.com/woXlqBGea9
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 2, 2023
বাইরে থেকে আনা হয়েছে ২০ টি চিতা: উল্লেখ্য যে, ভারতে বিলুপ্ত চিতাদের ফের সংখ্যা বৃদ্ধির জন্য সরকার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, এখনও পর্যন্ত নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে ২০ টি চিতা আনা হয়েছিল। কুনো ন্যাশনাল পার্কে সমস্ত চিতাকে ছেড়ে দেওয়া হয়। এরপর একটি স্ত্রী চিতা ৪ টি শাবকের জন্ম দেয়। যার ফলে চিতার সংখ্যা ২৪ হয়ে গেলেও এখনও পর্যন্ত মারা গেছে ৩ টি শাবক ও ৬ টি পূর্ণবয়স্ক চিতা।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…