বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় আসার আগে থেকেই জানিয়েছিলেন যে তিনি নতুনভাবে সাজিয়ে তুলবেন কলকাতাকে (Kolkata)। মুখ্যমন্ত্রীর ইচ্ছামত কলকাতায় বসেছে নতুন নতুন আলো। গড়ে তোলা হয়েছে বিভিন্ন উদ্যান ও মিউজিয়াম। এমনকি কলকাতার অলিগলি রাঙিয়ে তোলা হয়েছে নীল সাদা রঙে।
প্রতিবছর দেশ-বিদেশ থেকে বহু মানুষ কলকাতায় ঘুরতে আসেন। তাই কলকাতার সৌন্দায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনারসের ধাঁচে মুখ্যমন্ত্রীর ইচ্ছায় শুরু হয়েছে কলকাতার ঘাটে সন্ধ্যা আরতি। ডানলপে মহামিলন মঠের সামনে মুখ্যমন্ত্রী নির্দেশে এবার তৈরি করা হচ্ছে গেটওয়ে অফ কলকাতা। ৩ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে গেটওয়ে অফ কলকাতার তোরণ।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই কাজ। রাজ্য সরকার চাইছে এই তোরণ উত্তর কলকাতায় প্রবেশের চিহ্ন হয়ে দাঁড়াক। মঙ্গলবার এই ব্যাপারে আরও একবার আলোচনা হয়েছে। জানা গিয়েছে জেলাশাসক বুধবার এই বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন। সূত্রের খবর ডানলপের এই জায়গায় তৈরি হবে ৫০ ফুটের দুটি তোরণ।
তোরণ নির্মাণ সম্পন্ন হলে এটি হতে চলেছে কলকাতার অন্যতম একটি ল্যান্ডমার্ক। এর ফলে পর্যটন মানচিত্রে কলকাতার স্থান আরও উঁচুতে উঠে আসবে। বাইরে থেকে যখন পর্যটকরা কলকাতায় প্রবেশ করবেন তখন তারা দেখতে পাবেন এই গেটওয়ে অফ কলকাতা। ডানলপ হল নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে কলকাতায় আসার প্রধান পথ।
ডানলপ ধরে বি টি রোড ধরে প্রবেশ করা যায় মূল কলকাতায়। মহামিলন মঠ এই রাস্তার উপরেই অবস্থিত। তাই এই জায়গায় গেটওয়ে অফ কলকাতার তোরণ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পর্যটন বিভাগ। ডানলপ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তার নামকরণ করা হয়েছে সীতারামদাস ওঙ্কারনাথ সরণি। সীতারামদাস ঠাকুরের এই বছর ১৩৪তম জন্মবার্ষিকী।
সীতারামদাস প্রতিষ্ঠিত ডানলপের কাছে এই মঠটি মহামিলন মঠ নামেই পরিচিত। ওঙ্কারনাথ মিশনের সভাপতি কিঙ্কর প্রিয়নাথ জানিয়েছেন, “কলকাতা শহরের একটি প্রবেশদ্বার ডানলপ। দুটি তোরণ তাই তৈরি করা হবে মাঠের সামনে। ওঙ্কার দেবের মূর্তি বসানো হবে সেখানে। এই তোরণ ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হওয়ার কথা।”