বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বুধবার ২ রা আগস্ট, আইসিসি (ICC) তাদের প্রতি ফরম্যাট জুড়ে সর্বশেষ র্যাঙ্কিং আপডেট করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য কয়েকজন ভারতীয় ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে দুর্দান্ত উন্নতি ঘটেছে। অপরদিকে বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজ, যারা ওয়ান ডে সিরিজের অংশ ছিলেন না তাদের র্যাঙ্কিংয়েও প্রভাব পড়েছে এই কারণের জন্য।
আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বাবর আজম শীর্ষে রয়েছেন। আর ভারতীয়দের মধ্যে শীর্ষে থাকা শুভমান গিল ৭২৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন এই তালিকায়। এদিকে, বিরাট কোহলি এক ধাপ পিছিয়ে নবম স্থানে নেমে এসেছেন এবং দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি কক অষ্টম স্থানে এগিয়ে এসেছেন।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও এই সিরিজে মাত্র একটি ম্যাচ খেলার কারণে আইসিসির ক্রমতালিকায় ১১তম স্থানে নেমে গেছেন। অপরদিকে উন্নতি হয়েছে ভারতীয় উইকেটরক্ষক ঈশান কিষাণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা তিনটি অর্ধশতরান করার পর ক্রমতালিকায় ঈশান কিষাণ দুই ধাপ এগিয়ে ৪৫ তম স্থানে উঠে এসেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি হলো ঈশান কিষাণ এবং শার্দূল ঠাকুর। প্রথমজন ব্যাট এবং দ্বিতীয়জন বল হাতে ধারাবাহিক ভাবে এই সিরিজে রান করে গেছেন ও উইকেট তুলে গেছেন। ভারতের সিরিজ জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন তারা দুজনেই।
আপাতত কয়েকদিন ভারত আর ওডিআই ম্যাচ খেলছে না। ফির তারা ওডিআই ম্যাচ খেলতে নেমে আসন্ন এশিয়া কাপে। সেখানে নিজেদের গ্রুপে নেপাল এবং পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আশা করা যায় সেই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করলে বিরাট রহিত্যের ক্রমতালিকায় ফের উন্নতি ঘটবে।