বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষার আর মাত্র ২ মাস। তারপর ভারতের মাটিতেই আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপের খেতাব ঘরে তোলার লড়াই। সেই হাইভোল্টেজ টুর্নামেন্টের উত্তাপে এখন থেকেই উত্তেজনা অনুভব করছে ক্রিকেটপ্রেমীরা। গত তিন সংস্করণের ধারা বজায় রেখে এই বছরও আয়োজক দেশ, অর্থাৎ রোহিত শর্মা ও বিরাট কোহলি সমৃদ্ধ ভারতীয় দল খেতাব জয় করতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে।
রোহিত শর্মা ও বিরাট কোহলি নিজেদের সেরা সময় পেছনে ফেলে এসেছেন। বর্তমানে তারা আগের মতো ধারাবাহিক নন। ফলে বড় ম্যাচের ক্ষেত্রে তাদের ওপর আর চোখ বন্ধ করে নির্ভর করা চলে না। তাই অনেকেই আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য তাদেরকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটারদের তালিকায় রাখছে না।
তাহলে ভারতের আসন্ন বিশ্বকাপের জন্য সবচেয়ে বড় ম্যাচ উইনার কে হয়ে উঠতে পারেন। সম্প্রতি এই বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন প্রাক্তন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আক্রম। তিনি জানিয়েছেন কোন তারকা ক্রিকেটার ভারতীয় দলের জন্য এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন পাক পেসার নাম নিয়েছেন তারকা ভারতীয় পেসার যশপ্রীত বুমরার। তিনি জানিয়েছেন যে তিনি নিশ্চিত নন এখন ভারতীয় তারকা কতটা সুস্থ রয়েছেন কিন্তু বিশ্বকাপের আগে তিনি যদি নিজের ছন্দ ফিরে পান তাহলে ভারত এই টুর্নামেন্ট জয়ের জন্য ফেভারিট হয়ে উঠবে। কারণ অতীতে বারবার দেখা গিয়েছে যে বুমরার ডেলিভারি খেলতে গিয়ে সমস্যায় পড়েছেন নামকরা ব্যাটাররাও।
এই মুহূর্তে চোট সারিয়ে উঠে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছেন বুমরা। তবে এখনই তাকে পঞ্চাশ ওভারের ফরম্যাটের আওতায় আনা হচ্ছে না। বিসিসিআই ধীরে ধীরে তাকে খেলায় ফিরিয়ে আনতে চান। আপাতত আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারতীয় নির্বাচকরা।