বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশের অধিকাংশ মানুষ যাতায়াতের জন্য ভরসা রাখেন ভারতীয় রেলের (Indian Railways) উপর। কিন্তু বিগত কয়েক মাস ধরে ট্রেন লেট চলছে হাওড়া-খড়গপুর দক্ষিণ পূর্ব শাখায়। এরফলে যাত্রীরা চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। অফিস হোক, কিংবা স্কুল-কলেজ, আমাদের দেশের অধিকাংশ মানুষ গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নেন ট্রেনকে।
কিন্তু বারবার ট্রেন লেটের কারণে যাত্রীরা পড়ছেন সমস্যায়। যত দিন যাচ্ছে ততই সাধারণ মানুষ ট্রেনের উপর নির্ভরতা বৃদ্ধি করছেন। এর ফলে যাত্রী চাপ বাড়ছে হাওড়া – শিয়ালদার মতো স্টেশনগুলিতে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে ক্রমাগত কাজ করে চলেছে রেল। অল্প সময় দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য ভারতের বিভিন্ন ট্র্যাকে নেমেছে বন্দে ভারত এক্সপ্রেস।
তবে বিভিন্ন লোকাল ও দূরপাল্লার ট্রেনগুলি সময় মেনে চলাচল করছে না। এরফলে ক্রমশ রেলের বিরুদ্ধে সুর চরাচ্ছেন যাত্রীরা। হাওড়া-খড়গপুর শাখার যাত্রীরা অভিযোগ করছেন ট্রেন চলাচল অনিয়মিত। ফলে তারা সময় মতো অফিসে পৌঁছাতে পারছেন না। ব্যাঘাত ঘটছে অন্যান্য কাজেও। ট্রেনের অপেক্ষায় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকতে থাকতেই চলে যাচ্ছে সময়।
এই অভিযোগের প্রেক্ষিতে রেল বলছে, মেরামতি ও রক্ষণাবেক্ষণ এর কাজ চলছে সব জায়গায়। ট্রেন পরিষেবা কতদিনে স্বাভাবিক হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। রেল বলছে তারা দ্রুত চেষ্টা করছেন এই সমস্যা মেটানোর। মেরামতির কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশ্বাস রেল কর্তৃপক্ষের। এখন, কতদিনে যাত্রীরা স্বস্তির শ্বাস ফেলতে পারেন সেটাই দেখার।