বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওডিআই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ের স্বাদ পেয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। গতকাল থেকে আরম্ভ হয়েছিল টি-টোয়েন্টি সিরিজের লড়াই। কিন্তু ওই সিরিজে শুরুটা একেবারেই ভালো হলো না হার্দিকের নেতৃত্বাধীন ভারতের। লড়াই করেও ৪ রানের ব্যবধানে হার মানতে হলে তাদের।
ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামে এদিন টসে জেতার পর প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তারা যে বিশাল ভালো ব্যাটিং করেছে এমনটা বলা যাবে না। এর জন্য অবশ্য কৃতিত্ব দেওয়া উচিত চাহাল-কুলদীপ জুটিকে। কৃপণ বোলিং করার পাশাপাশি গুরুত্বপূর্ণ উইকেটে তুলেছেন তারা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাদের অধিনায়ক রোভম্যান পাওয়েল সর্বোচ্চ ৪৮ রান করেন। এই মুহূর্তে ক্যারিবিয়ান দলের সেরা ব্যাটার নিকোলাস পুরান ফেলেন ৪১ রানের একটি ইনিংস। মূলত তাদের দুজনের ব্যাটে ভর করেই প্রথমে ইনিংসে ১৪৯ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রান তারা করতে নেওয়ার পরে তুই ভারতীয় ওপেনার শুভমান গিল এবং ঈশান কিষাণকে দ্রুত হারিয়ে সমস্যায় পড়ে যায় ভারত।
যাদের উপর ভরসা ছিল সেই সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসনরা আজ সম্পূর্ণ ব্যর্থ। অসাধারণ বোলিং করেন জেসন হোল্ডার ও আকিল হোসেন। কিন্তু ভারতকে লড়াইয়ে রেখেছিল অভিষেককারী তিলক ভার্মা (৩৯)। নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই বেশ দাপুটে পারফরম্যান্স করেছেন তিনি।
তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকা ভারতীয় দলকে জয়ের আশা দেখিয়েছিল অর্শদীপ সিং। ৭ বলে ১২ রান করেছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত ১৪৫ রানের বেশি তুলতে পারেনি ভারত। ৪ রানের ব্যবধানে হার মানতে হয় তাদের। ভারতের তুলনামূলক অনভিজ্ঞ ব্রিগেডের কাছে এই হার বড় শিক্ষা।