বাংলাহান্ট ডেস্ক : আজকের দিনে দাঁড়িয়ে কম বেশী সকলেই এটিএম ব্যবহার করে। অনেক সময়েই এটিএমের নিয়মাবলীর ক্ষেত্রে চার্জ সংক্রান্ত অদলবদল করা হয়ে থাকে। ২০২২ সালের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেয় যে, এটিএম (Automated Teller Machine) কার্ডের ক্ষেত্রে মাসিক ফি ছাড়াও তারা গ্রাহকদের প্রতি লেনদেনে ২১ টাকা চার্জ করতে পারে।
তবে সেই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করা হয় যে, নিজের ব্যাঙ্কের এটিএম থেকে প্রথম পাঁচটি লেনদেন করার জন্য গ্রাহকদেরকে কোন টাকা দিতে হবে না। একইভাবে অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রে মেট্রো শহরে তিনটি ও নন মেট্রো শহরগুলিতে পাঁচটি লেনদেনের সীমা আছে। এই লেনদেনের বেশি হয়ে গেলেই, প্রতিবার টাকা তোলার ক্ষেত্রে সর্বোচ্চ ২১ টাকা ফি দিতে হবে।
এসবিআইয়ের ক্ষেত্রে ২৫ হাজার টাকার মাসিক ব্যালেন্স পর্যন্ত ৫টি বিনামূল্যে এটিএম লেনদেন করা সম্ভব। এর বেশি টাকা তোলা হলেই লেনদেন আর জিএসটি ১০ টাকা দিতে হবে। একই সময়ে, আপনাকে অন্যান্য ব্যাঙ্কের এটিএম-এ ২০ টাকা এবং GST দিতে হবে। যদি আপনার মাসিক ব্যালেন্স ২৫ হাজার টাকার বেশি হয়, তাহলে আপনি বিনামূল্যে যতবার চান ততবার এটিএম থেকে নগদ তুলতে পারবেন।
পিএনবি, দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, মেট্রো এবং নন-মেট্রো উভয় শহরেই গ্রাহকদের ৫টি বিনামূল্যে এটিএম লেনদেন দিয়ে থাকে। HDFC ব্যাঙ্কও তার গ্রাহকদের এক মাসে বিনামূল্যে ৫টি এটিএম লেনদেন করার সুবিধা দেয়৷ অন্যদিকে, এই সীমা মেট্রো শহরের অন্যান্য ব্যাঙ্কে ৩টি লেনদেনের। তবে নির্দিষ্ট সীমা অতিক্রম কররেই ব্যাঙ্কগুলিতে ২১ টাকা এবং জিএসটি চার্জ দিতে হবে।