বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুদিন থেকে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। এরই মধ্যে এবার বিস্ফোরক অভিযোগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) বিরুদ্ধে সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। ‘রাজ্যপাল সম্পূর্ণভাবে বিজেপি-র (BJP) ‘দালালি’ করছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।’ ঠিক এই কথাই শোনা গেল কুণাল ঘোষের মুখে।
সম্প্রতি রাজভবনে পিস কন্ট্রোল রুম খুলেছিলেন রাজ্যপাল বোস। আর এদিন শিয়ালদা স্টেশনে ‘অমৃত স্টেশন’ প্রকল্পের উদ্বোধনে রাজ্যপাল রেলমন্ত্রীকে শিয়ালদা থেকে দার্জিলিং পর্যন্ত ‘পিস এক্সপ্রেস’ ট্রেন চালানোর জন্য অনুরোধ জানান। দুর্নীতি এবং হিংসা বাংলার দুই শত্রু বলে উল্লেখ করেন তিনি। আর এর পরেই রীতিমতো ফোঁস করে উঠল তৃণমূল।
রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল সম্পূর্ণ ভাবে বিজেপি-র দালালি করছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজভবনের টাকায় নিজের ব্যক্তিগত বইয়ের চতুর্থ সংস্করণ প্রকাশ করেছেন, তাতে অশোক স্তম্ভের ছাপ দিয়েছেন। কার টাকায় করেছেন? আমরা তদন্ত চেয়েছি। রাজ্যপাল নিজে দুর্নীতিতে অভিযুক্ত।”
এখানেই শেষ নয়! কুণাল আরও বলেন, “রাজ্যপাল ,বিজেপি-র দালাল, রাজ্যপাল বিজেপি-র এজেন্ট। সংবিধান বহির্ভূত কাজ করছেন উনি। আগে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অসত্য প্রমাণ করে দেখান। রাজ্যপাল হওয়ার পর ক’টা ফ্লাইটের টিকিট কেটেছেন? ওর কে কে বিমানযাত্রা করেছেন? সরকারের টাকা তছনছ করে কতবার উড়েছেন, আগে উনি সেসবের হিসেব দিন।”
প্রসঙ্গত, রবিবার কেন্দ্রের অনুষ্ঠান থেকে রাজ্যপাল বোস বলেন, ‘পশ্চিমবঙ্গের জন্য ৩টি ট্রেন দরকার। একটি কিশান এক্সপ্রেস। যাতে করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসতে পারবেন। একটি কালচার অন হুইল ট্রেন। যা রাজ্যের উর্বর সংস্কৃতি সম্পর্কে সবাইকে আরও সমৃদ্ধ করবে। আর রাজ্যের সব থেকে বড় ২ শত্রু হচ্ছে হিংসা ও দুর্নীতি। তাই একটি পিস ট্রেন চালানোর জন্য আমি রেলমন্ত্রীকে অনুরোধ করব। যেটি এখান থেকে নিউ জলপাইগুড়ি হয়ে দার্জিলিং যাবে।’ এই দাবির পরই শাসকদলের থেকে ঝাঁঝালো আক্রমণ করা হল রাজ্যপালকে।