বড়সড় রেল দুর্ঘটনা পাকিস্তানে, লাইচ্যুত ১৫টি বগি! বেড়েই চলেছে মৃত-আহতদের সংখ্যা

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) বড় ধরনের ট্রেন (Train) দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, রাওয়ালপিন্ডি (Rawalpindi) থেকে চলাচলকারী হাজারা এক্সপ্রেসের দশটি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এবং ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও, সংখ্যা আরও বাড়ার আশঙ্কা জাহির করেছে সেই দেশের সংবাদ মাধ্যম। দুর্ঘটনাটি ঘটেছে সাহারা রেলওয়ে স্টেশনের কাছে। এই স্টেশনটি শাহজাদপুর এবং নবাবশাহর মধ্যে অবস্থিত।

আশেপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছেঃ দুর্ঘটনায় আহতদের নবাবশাহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। কর্মকর্তারা তদন্ত করছেন। পাকিস্তান রেলওয়ের (Pakistan Railways) বিভাগীয় সুপারিনটেনডেন্ট সুক্কুর মোহাম্মদুর রহমানকে উদ্ধৃত করে পাকিস্তানি মিডিয়া জানিয়েছে যে, ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। পুলিশ বলছে, ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। আশেপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাকিস্তানে বাড়ছে ট্রেন দুর্ঘটনাঃ দুর্ঘটনার শিকার হওয়া হাজরা এক্সপ্রেসটিতেও একই ইঞ্জিন লাগানো ছিল, যা চলতি বছরের মার্চ মাসে হাভেলিয়ান-করাচি ট্রেনে লাগানো ছিল। জানিয়ে রাখি, রেলের আধিকারিকদের গাফিলতির কারণে ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়ার হাত থেকে হাভেলিয়ান-করাচি ট্রেনটি অল্পের জন্য রক্ষা পেয়েছিল। এর আগে করাচি থেকে শিয়ালকোটগামী আল্লামা ইকবাল এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছিল। তবে সেই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। পাকিস্তানে নিয়মিত ট্রেন দুর্ঘটনা ঘটছে। গত এক দশকে পাকিস্তানে অনেক বড় বড় রেল দুর্ঘটনা ঘটেছে এবং বিগত বছরগুলোতে সেগুলি বেড়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর