বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছরে দেখা গেছে লটারি জিতে কোটিপতি হয়েছে বহু সাধারণ মানুষ। একটিমাত্র লটারির টিকিটে শূন্য থেকে কোটিপতি হয়েছেন চাষী থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ী। এবার লটারি জিতে কোটি টাকার মালিক হলেন এক ব্যবসায়ী যুবক। জানা গিয়েছে এই যুবকের নাম মরতুজ আলী।
মরতুজ কুশমন্ডি ব্লকের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ধান কেনাবেচার ব্যবসা করেন। সূত্রের খবর, মরতুজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুমোদিত নাগাল্যান্ড ডিয়ার লটারি (Lottery) টিকিট কেটেছিলেন। সেই টিকিটেই প্রথম পুরস্কার হিসেবে এক কোটি টাকা জিতেছেন তিনি। খেয়াল বসে হঠাতই বাজার থেকে তিনি এই টিকিট কাটেন।
আর এই শখের বসে কাটা টিকেটেই কোটিপতি (Crorepati) হয়ে গেলেন তিনি। দুপুর একটায় ফল প্রকাশ হলে দেখা যায় কুশমন্ডি ব্লকের মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা মরতুজ জিতেছেন প্রথম পুরস্কার। এই খবর প্রকাশ্যে আসতেই মরতুজ সোজা থানায় গিয়ে হাজির হন। থানায় তার লটারির টিকিট জমা করেন। পাশাপাশি তিনি নিরাপত্তার দাবিও জানিয়েছেন।
মরতুজের লটারি জেতার খবর সামনে আসতেই উচ্ছ্বাসে ভেসেছেন তার গ্রামের বাসিন্দা থেকে শুরু করে আত্মীয়-স্বজন। সদ্য কোটিপতি হওয়া মরতুজ আলী জানিয়েছেন, ভাবতে পারিনি এভাবে কোটি টাকা জিতব। খুবই ভালো লাগছে। আল্লাহ সাথ দিয়েছে। এই টাকা দিয়ে ব্যবসা করব, ঘরবাড়ি তৈরি করব। আমি খুবই গর্বিত।