আকাশে কালো মেঘের ঘনঘটা! আর কিছুক্ষণের মধ্যেই তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়, হয়ে যান সতর্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি বাড়ার পূর্বাভাস ছিল। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত (Rainfall) হবে। এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাত জেলার জন্য। আজ ও কাল কলকাতার আকাশ মেঘলা থাকবে বলেই পূর্বাভাস।

কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হলেও প্রায় সমস্ত জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘন্টা উত্তাল থাকবে সমুদ্র। তাই আগামী ২৪ ঘণ্টা বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিহার ও সংলগ্ন এলাকায়।

একই সাথে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয় হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ। উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও বিহারের মুজফ্ফরপুর ও বাংলার মালদার ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্তমানে এটি।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather

অন্যদিকে, বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গবাসীও। শুক্রবার পর্যন্ত দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে সোম ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X