দুর্গাপুরেও থামবে ‘বন্দে ভারত”, রেলমন্ত্রীর কাছে আবেদন সৌমিত্র খাঁয়ের! স্বপ্ন দেখছে শিল্পাঞ্চলও

বাংলাহান্ট ডেস্ক : শনিবারেই হয়ে গেল ট্রায়াল রান। শোনা যাচ্ছে চলতি মাসেই চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। শনিবার দুপুর আড়াইটে নাগাদ পাটনা (Patna) থেকে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছয় হাওড়া স্টেশনে (Howrah)। ট্রেনটিকে দেখতে আসানসোলে এসে হাজির হন ভিন জেলার বাসিন্দারাও।

কিন্তু, দুঃখের বিষয় এই যে, আসানলোনে ট্রেনটি দাঁড়ালেও কোন স্টপেজ দেওয়া হয় নি দুর্গাপুরে (Durgapur)। এদিকে, দুর্গাপুর স্টেশন দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। কিন্তু তারপরেও কেন দুর্গাপুরের মতো স্টেশনে বন্দে ভারতের স্টপ দেওয়া হল না, সেই প্রশ্নটাই এখন বারবার করে ঘুরছে শহরবাসীর মনে।

আর শহরবাসীর এই ভাবনাকে সমর্থন জানিয়েছেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের সাংসদ সোশ্যাল মিডিয়ায় বন্দে ভারত সম্পর্কিত একটি পোস্ট করেছেন। বলা বাহুল্য, দুর্গাপুরে “হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস” থামানোর অনুরোধ পত্রটিকে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “আমি আমাদের শ্রদ্ধেয়, আদরনীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি এবং আমাদের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জিকে দেশে বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনার জন্য ধন্যবাদ জানাই। বন্দে ভারত এক্সপ্রেস ভারতে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে সর্বোত্তম সুযোগ-সুবিধা দেয়।”

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার মানচিত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ শিল্প শহর দুর্গাপুর। স্বাভাবিকভাবেই দুর্গাপুর স্টেশনটিরও গুরুত্ব অসীম। একাধিক দূরপাল্লার ট্রেন থামে দুর্গাপুর স্টেশনে। স্বাস্থ্য থেকে শিক্ষা, কর্মক্ষেত্র থেকে যাতায়াত বিভিন্ন কারণেই দুর্গাপুর স্টেশন ব্যবহার করেন বহু মানুষ। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পরেও সেই ব্রাত্য থেকে গেল দুর্গাপুর।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর