বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত মরশুমে তার নেতৃত্বে বাংলা রঞ্জি দল (Bengal Ranji Team), রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল খেলেছিল আরও একবার। তারপর আচমকাই আগস্ট মাসের শুরুতে সকলকে চমকে দিয়েছিলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। ঘোষণা করেছিলেন যে তিনি এবার ক্রিকেটের ২২ গজ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন। ঘরোয়া ক্রিকেট, আইপিএল ও আন্তর্জাতিক পর্যায়, তিন জায়গাতেই সাফল্য পাওয়া ক্রিকেটারকে অবসর জীবনের শুভেচ্ছা জানিয়েছিলেন সকলে।
কিন্তু মাত্র চার পাঁচ দিনের মধ্যেই পরিস্থিতি ফের একবার পাল্টে গেল। অবসর ভেঙে আবার মাঠে ফেরার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মনোজ। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে বাংলার ক্রিকেটের স্বার্থেই তিনি ফের একবার মাঠে ফিরছেন। তবে গোটা বিষয়টি নিয়ে এই মঙ্গলবার তিনি আলোচনায় বসছেন সিএবি কর্মকর্তাদের সাথে।
তবে কি কারোর ব্যবহারে আঘাত পেয়ে অবসরের ঘোষণা করেছিলেন মনোজ? সেই নিয়ে আর নতুন করে তিনি মুখ খুলতে চাননি। জানা গিয়েছে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী কে ফের একবার নিজের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী। শোনা যাচ্ছে সেই সিদ্ধান্তই সাড়া দিচ্ছেন মনোজ।
তিনি অবসর নেওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তৃণমূলের গুরুত্বপূর্ণ সদস্য তখন নিজের ফোন বন্ধ করে অজ্ঞাতবাসে ছিলেন। তারপর মাত্র কয়েক দিনের মধ্যে এই সিদ্ধান্ত বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবকাল মহল। আজকের বৈঠকে তার সঙ্গে সিএবি কর্তারা কি আলোচনা করেন সেই দিকেও নজর থাকছে সকলের
ভারতীয় ক্রিকেটের মানুষ তিওয়ারির নামটা যখনই উঠবে তখনই তাকে স্মরণ করা হবে এক বঞ্চিত ক্রিকেটার হিসেবে যার প্রতিভা থাকা সত্বে কখনো চোখ আঘাত কখনো অধিনায়কের ভরসা না করার বিষয়টা, তাকে অন্তত জাতীয় দলের হয়ে বেশি দূরে ঘুরতে দেয়নি। দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান এবং দ্বীপরাষ্ট্রের দলের বিরুদ্ধেই এক ম্যাচে বল হাতে চার উইকেট তোলার কৃতিত্ব রয়েছে তার।