বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হকির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy) বড় জয় পেল ভারত। সেমিফাইনালে টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তারপরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতীয় হকি দল (Indian Hockey Team) মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। এই ম্যাচে ভারতের ওপর চাপ ছিল অনেক কম। কিন্তু পাকিস্তানকে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করতে গেলে জয় পেতে হতো বা ড্র করতে হতো। ম্যাচ হেরেও পাকিস্তানের কাছে সেমিফাইনালের টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল যদি তারা মাত্র এক গোলের ব্যবধানে হারতো।
কিন্তু এর মধ্যে কোনওটাই তারা করতে পারেনি। কোরিয়ার বিরুদ্ধে ভারত তিন গোল করলেও তাদের দুই গোল হজম করতে হয়েছিল। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ডিফেন্স সেই ভুল করল না এবং গুনে গুনে চার গোলের মালা পরানো হলো প্রতিবেশী দেশকে। বড় ব্যবধানে জয় পাওয়ার পর ভারতীয় হকি সমর্থকরাও অত্যন্ত সন্তুষ্ট।
প্রথম ম্যাচে চীনকে উড়িয়ে দেওয়ার পরেই বোঝা গিয়েছিল যে ভারতীয় দল এই টুর্নামেন্টে দাপট দেখাতে এসেছে। সেই ধারণাকে একের পর এক ম্যাচ জিতে সত্যি প্রমাণ করেছেন যুগরাজ সিং-রা। জাপানের বিরুদ্ধে মাঠে নামার আগে এই বড় জয় বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে ভারতীয় দলকে।
পাকিস্তানি হেরে যাওয়ার সুযোগ নিয়ে জাপান চতুর্থ দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে এই সেমিফাইনালের। মাঝে একদিনের বিরতি রয়েছে এবং তারপর ১১ই আগস্ট সেমিফাইনালে জাপানের মুখোমুখি হচ্ছে ভারত। ভারত পয়েন্ট তালিকায় এক নম্বর স্থান বজায় রেখেই সেমিফাইনালে পৌঁছেছে।
এছাড়া গ্রুপের আর একটি ম্যাচে মালয়েশিয়াকে ৫-০ ফলে উড়িয়ে দিয়েছিল ভারত। কিন্তু গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াই ভারতের কাছে গ্রুপ পর্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তাদের বিরুদ্ধে দুটি গোল খেতে হলেও তিনটি গোল যে নীলকান্ত শর্মারা করতে পেরেছে, সেটাই একটা সত্যজনক ঘটনা। তবে এবার থেকে হরমনপ্রীত সিংদের সামনে আর ভুল করার কোনও অবকাশ নেই।