বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে দেশজুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে, এবার স্বাধীনতা দিবস পড়েছে মঙ্গলবার। এমতাবস্থায়, উইকেন্ডকে সঙ্গে রেখে একটি বড় ছুটির সম্ভাবনাও তৈরি হয়েছে। কারণ, ১২ অগাস্ট হল শনিবার এবং রবিবার হল ১৩ অগাস্ট। তাই, ১৪ অগাস্ট অর্থাৎ সোমবারটিকে ম্যানেজ করতে পারলেই মিলবে বড় ছুটি। সেক্ষেত্রে শুক্রবার কাজ সেরেই বেরিয়ে পড়তে পারেন। আর সেই কারণেই অনেকেই প্ল্যান করছেন বেড়াতে যাওয়ার।
তাঁদের কথা ভেবেই এবার দুর্দান্ত সুখবর সামনে আনল পূর্ব রেল। মূলত, আপনি যদি পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্র রয়েছে বড় খবর। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবার আগামী শুক্রবার উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল। যেটি নিউ জলপাইগুড়িতে পৌঁছবে শনিবার। আবার শনিবার নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদাগামী ট্রেন ছাড়বে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য যে, স্বাধীনতা দিবসের এই লম্বা উইকেন্ডে উত্তরবঙ্গের দিকে অনেকে ঘুরে আসতে চাইলেও ট্রেনের টিকিট পেতে গিয়ে কালঘাম ছুটছে অধিকাংশজনের। তবে, এবার রেলের তরফে স্পেশাল ট্রেনের বিষয়টি সামনে আসায় অনেকের মুখেই হাসি ফুটবে। এবারে, চলুন জেনে নিই এই স্পেশাল সম্পর্কিত বিস্তারিত তথ্য।
আরও পড়ুন: ভারতের শেষ রাস্তা কোথায়? সেখান থেকে কোনদিকেই বা যাওয়া যায়? জানলে চমকে যাবেন
শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশাল ট্রেন: ০৩১০৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস আগামী শুক্রবার অর্থাৎ ১১ অগাস্ট রাত ১১ টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। যেটি নিউ জলপাইগুড়িতে পৌঁছবে শনিবার সকাল ১০ টা ৪৫ মিনিটে। পাশাপাশি, ০৩১০৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ এক্সপ্রেস শনিবার অর্থাৎ ১২ অগাস্ট দুপুর ১২ টা ১৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। যেটি শিয়ালদহ স্টেশনে পৌঁছবে ওইদিন রাত ১১ টা ৫০ মিনিটে।
আরও পড়ুন: ট্রেনের ইঞ্জিনে কেন লাগানা থাকে তিনটি আলাদা আলাদা লাইট? কারণ জানলে অবাক হবেন
এই স্টেশনগুলিতে দাঁড়াবে ট্রেন: ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, ০৩১০৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং ০৩১০৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ এক্সপ্রেস প্রান্তিক স্টেশন ছাড়াও পূর্ব রেলের নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদা টাউনে দাঁড়াবে।
এমতাবস্থায়, বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। অনলাইনের পাশাপাশি স্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকেও যাত্রীরা এই স্পেশাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। সেক্ষেত্রে সকাল আটটা থেকে কাউন্টার থেকে টিকিট উপলব্ধ হবে।
এদিকে, স্পেশাল ট্রেন হওয়ায় এক্ষেত্রে পড়বে বাড়তি ভাড়া। পাশাপাশি তৎকাল টিকিট কাটা যাবে না এবং মিলবে না ছাড়ও। উল্লেখ্য যে, ০৩১০৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং ০৩১০৪ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ এক্সপ্রেসে এসি কোচ থাকবে বলেও জানা গিয়েছে।