বিদেশের মাটিতে বিধ্বংসী ব্যাটিংয়ে বোলারদের ঘুম কাড়লেন! এই ব্যাটারকে অবহেলা করে বুক চাপড়াচ্ছে BCCI

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স এবং রেকর্ড দুর্দান্ত। কিন্তু আইপিএলে ব্যর্থ এবং সুযোগ মেলেনি জাতীয় দলেও। সেইসঙ্গে রয়েছে চোট আঘাত এবং ব্যক্তিগত জীবনের নানান সমস্যার কারণে শিরোনামে আসার ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট শতরান করে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেও সেটির কোনও উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত। তার মধ্যেই এবার ইংল্যান্ডের মাটিতে একবার দপ করে জ্বলে ওঠে পৃথ্বী শ (Prithvi Shaw) প্রমাণ করলেন যে তার প্রতিভা এখনো নষ্ট হয়ে যায়নি।

এই মুহূর্তে ভারতের এই তরুণ ওপেনার নর্থাহ্যাম্পটনশায়ারের হয়ে ইংল্যান্ডের ওয়ান ডে কাপ প্রতিযোগিতায় মাঠে নামছেন। সেখানেই নিজের দলের শেষ ম্যাচে প্রথম ভারতীয় হিসেবে ওই প্রতিযোগিতায় সামারসেটের বিরুদ্ধে দ্বিশতরান করলেন তিনি। ২৩ বছর বয়সী তরুণ ওপেনারের আক্রমণ থেকে বিপক্ষের কোনও বোলারই রেহাই পায়নি।

shaw 244

এদিন চেতেশ্বর পূজারার পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই বিশেষ টুর্নামেন্টে দেড়শো রানের গণ্ডি পার করার কৃতিত্ব গড়লেন পৃথ্বী। ১৫৩ বল খেলে তিনি ২৪৪ রানের একটি ইনিংস গড়েছেন। নিজের প্রথম শতরানটি সম্পূর্ণ করতে তিনি সময় নিয়েছিলেন ৮১ বল। এরপর মাত্র ৪৮ বলে পরবর্তী ১০০ রান সম্পূর্ণ করেন তিনি।

আরও পড়ুন: সৌরভ জমানার শেষদিকে বিরাট বড় লাভের মুখ দেখেছে BCCI! আয়করের পরিমাণ চমকে দেবে আপনাকে

এর আগে ২০২০-২১ মরশুমের বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে কর্নাটকের বিরুদ্ধে খেলা ১৬৫ রানের ইনিংসটি ছিল তার নিজের ‘লিস্ট এ’ কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ইংল্যান্ডের মাঠে নিজের রেকর্ডই ভেঙেছেন পৃথ্বী। তার এই দ্বিশতরানের ইনিংসটি সাজানো ছিল ২৮ টি চার এবং ১১ টি ছক্কা দিয়ে।

আরও পড়ুন: বউ নয়, এই মহিলার অনুরোধে মুহূর্তেই ৫,০০,০০০ টাকা উড়িয়েছিলেন হার্দিক! পরিচয় জানলে অবাক হবেন

এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দল ভুগছে একজন প্রকৃত আগ্রাসি ওপেনারের অভাবে। ওই ফরমেটে ঈশান কিষাণ, শুভমান গিল, যশস্বী জয়সওয়ল কেউই দুর্দান্ত ছন্দে নেই। যদি ধারাবাহিক ভাবেন নিজের এই ছন্দ ধরে রাখতে পারেন পৃথ্বী, আর সেই সঙ্গে নিজেকে কিছুটা ফিট করে তুলতে পারেন তাহলে অদূর ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলে যে তার ফের জায়গা হবে না এমনটা জোর দিয়ে বলা যায় না।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর