বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি গুগল ক্রোম (Google Chrome) ইউজারদের উদ্দেশ্যে বড় সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইউজারদের অবিলম্বে অ্যাপ আপডেট করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। এই বিষয়ে সতর্কতা বার্তা জারি করেছে ভারত সরকারের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)। CERT-In জানিয়েছে, গুগল ক্রোমের নির্দিষ্ট কিছু ভার্সানে একাধিক সমস্যা দেখা দিচ্ছে যার ফলে ইউজারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
CERT-In আরও বলেছে ক্রোম ইউজাররা এমন কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যাতে সংকটে পড়তে পারে তাঁদের সেনসিটিভ তথ্য। বিশেষ করে বিভিন্ন ফিশিং অ্যাটাক, ডেটা ব্রিচ, ম্যালওয়্যার ইনফেকশন এই ধরনের গুরুতর সমস্যা সামনে আসতে পারে। সেই কারণেই ইউজারদের অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
CERT-In জানিয়েছে, গুগল ক্রোমে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একাধিক দুর্বল জায়গা রয়েছে। আর তারই মোক্ষম সুযোগ নিয়ে হ্যাকার বা স্ক্যামাররা আপনার কম্পিউটার অথবা মোবাইলের উপর সম্পূর্ণভাবে নিজেদের দখল জারি করতে পারে। আপনি হয়ত জানতেও পারবেননা, কখন আপনার ডিভাইস ব্যবহার করে কোন বড় বিপদ ঘটিয়ে দেবে কেউ।
আরও পড়ুন : আর টাইপ নয়, এবার ভয়েস দিয়েই হবে UPI লেনদেন! কীভাবে? জানাল RBI
সবচেয়ে বিপদজনক বিষয় হল গুগল ক্রোমের লুপহোলের সুযোগ নিয়ে হ্যাকাররা আপনাকে কোনও ম্যালিসিয়াস ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। এইসব ফাঁদে একবার পা দিয়ে ফেললেই সর্বনাশ। একবার কোন ম্যালিসিয়াস ওয়েবসাইটে পৌঁছে গেলে হ্যাকাররা খুব সহজে ওই ইউজারের কম্পিউটারের উপর কব্জা করতে সক্ষম হবে। এবং এরপর ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া কোন বড় বিষয় নয়।
আরও পড়ুন : এক বছর করতে হবে না রিচার্জ, কল-ডেটা সব ফ্রি! স্বাধীনতা দিবসের জন্য বাম্পার অফার Jio-র
কারা বিপদে পড়তে পারেন :
- Linux এবং Mac -র ক্ষেত্রে ইউজাররা যদি গুগল ক্রোমের 115.0.5790.170 – এর আগের ভার্সন ব্যবহার করেন, তাহলে বিপদের ঝুঁকি রয়েছে।
- অন্যদিকে উইন্ডোজ ইউজারদের ক্ষেত্রে গুগল ক্রোমের 115.0.5790.170/.171-র আগের ভার্সন ব্যবহার করলে সমস্যায় পড়তে পারেন।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন : CERT-In এর পরামর্শ অনুযায়ী, অবিলম্বে গুগল ক্রোম আপডেট করা উচিত। অর্থাৎ আপনার ডিভাইসে যেন গুগল ক্রোমের একদম লেটেস্ট আপডেট যুক্ত থাকে সেই দিকেই নজর দিতে বলা হয়েছে। আপডেট না করা থাকলে অবিলম্বে আপডেট করার পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার।