বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে এসেছেন বিজেপির বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা (President of Bharatiya Janata Party J P Nadda)। গত কাল নিউ টাউনের একটি হোটেলে কোর কমিটির বৈঠক ছিল। তবে সায়েন্স সিটির বৈঠকে ধাকলেও জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপির নিউ টাউনের বৈঠকে গরহাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সূত্রের খবর, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর এই প্রথম কোর কমিটির বৈঠকে গরহাজির নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে কোলাঘাটে পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতি রাজ বৈঠকেও ছিলেন না শুভেন্দু। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে।
ওদিকে শুধু বিরোধী দলনেতাই নয়, জানা গিয়েছে শনিবার কোর কমিটির ২৪ জন সদস্যকে নিয়ে বৈঠকের কথা থাকলেও তাতে গরহাজির ছিলেন ৬ জন। শুভেন্দু অধিকারী সহ সুনীল বনসল, নিশীথ প্রামাণিক, জন বার্লা, জ্যাতির্ময় সিং মাহাত, দেবশ্রী চৌধুরীও গরহাজির ছিলেন।
আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় আপডেট! হাইকোর্টের নির্দেশ খারিজ করে বিরাট রায় সুপ্রিম কোর্টের
গতকাল নিউ টাউনের হোটেলের বৈঠক শুরু হয় সন্ধে সাড়ে আটটায়। এবং শেষ হয় রাত দশটায়। জানা গিয়েছে গতকাল সায়েন্স সিটিতে বিজেপির দলীয় অনুষ্ঠানের পর শুভেন্দু কলকাতা ছেড়ে কাঁথির উদ্দেশ্যে রওনা দেন। কেন কোর কমিটির বৈঠকে শুভেন্দু যাননি সেই নিয়ে অবশ্য বিশদে মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: বুমরার বিকল্প হিসেবে নতুন ইয়র্কার কিং পেলো BCCI! বিশ্বকাপের আগে চিন্তা কমলো সমর্থকদের
অন্যদিকে দলের একাংশের দাবি, হঠাৎ জরুরি কাজের কারণেই তিনি যে কোর কমিটিতে থাকতে পারবেন না, এই বিষয়ে আগেই নাড্ডাকে জানিয়েছিলেন তিনি। গতকাল সায়েন্স সিটির সভায় কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডার সামনেই শুভেন্দু বলেন, ‘শুধু মঞ্চে উঠে ভাষণ দিলে চলবে না, নিজের এলাকা নিজেকে ধরে রাখতে হবে। আমার এলাকায় ১৭টির মধ্যে ১১টি পঞ্চায়েত বিজেপির দখলে। পূর্ব মেদিনীপুরে ৮৪টি পঞ্চায়েতে জিতেছে বিজেপি’, কাল এই বার্তাই দিয়েছিলেন শুভেন্দু ।