বাংলা হান্ট ডেস্ক : আপনি নিশ্চয়ই লটারির (Lottery) মাধ্যমে রাতারাতি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা শুনেছেন। একটি লটারির টিকিট একজনকে ফুটপাথ থেকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর এবার এটাই সত্যি হয়ে গেল এক ৬৩ বছরের বৃদ্ধ শ্রমিকের ক্ষেত্রে। একটি মাত্র নম্বর যে তার জীবনের মোড় এভাবে বদলে দেবে সেটা সে ভাবতেও পারেনি।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে একজন কবর খননকারির সাথে। তিনি কবরস্থানে কাজ করতেন এবং জীবনে প্রথমবারের জন্য লটারি কেটেছিলেন। আর সেই একটা লটারির দৌলতে যে তার গোটা জীবন শৈলী বদলে যেতে পারে সেটা তিনি ভাবতেও পারেননি। এক রাতের মধ্যে কবরস্থানে কাজ করা এক শ্রমিক থেকে কোটিপতি হয়ে গেছেন তিনি।
জীবনে সুখের মুখ খুব একটা দেখেননি তিনি। কবর খনন করেই চলত তার গ্রাসাচ্ছাদন। বহু বছর ধরেই এই কাজটি করে আসছিলেন তিনি। তবে এখান থেকে যা আয় হত তাতে সংসার চলত না। যে কারণে কিছু প্রতিবেশীর কাছ থেকে ঋণ-ও নিয়েছিলেন। এরই মধ্যে কেউ একজন তাকে লটারির টিকিট কেনার পরামর্শ দেন। এরপর একটি লটারির টিকিট কেনেন ওই শ্রমিক।
আরও পড়ুন : ভারতে প্রথম কোথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল? উত্তর দিতে পারেন না জ্ঞানীগুণীরাও
জানা যাচ্ছে, তিনি মোটেও আশা করেননি যে, তিনি বিজয়ী হবেন। কম্পিউটার ভিত্তিক এই লটারির খেলায় একটি নাম্বার বেছে নিতে হয়েছিল তাকে। এরপর লটারির রেজাল্ট এলে সেই নম্বরই বের হয় যাকে বেছে নিয়েছিলেন এই শ্রমিক। এরপর তাকে ডেকে তার প্রাপ্য দুই কোটি টাকা তার হাতে তুলে দেয় সংস্থাটি। এবং এক ঝটকায় সে রাস্তা থেকে উঠে পৌঁছে যায় রাজপ্রাসাদে।
আরও পড়ুন : কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল SBI, ইন্টারভিউ পাশ করলেই মিলবে মোটা বেতনের চাকরি
প্রসঙ্গত উল্লেখ্য, অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে আমেরিকার একটি শহর নর্থ ক্যারোলিনায়। ঐ শ্রমিকের নাম লুথার ডাউডি এবং তার বয়স ৬৩ বছর। জীবনের ৬৩ টি বছর কষ্ট করে পার করলেও ঈশ্বর তার জন্য ভালো কিছু লিখে রেখেছিলেন। তবে আজকাল আমেরিকায় শ্রমিকদের লটারির মাধ্যমে বড়োলোক হয়ে যাওয়ার খবর নতুন নয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল হামেশাই এসব খবর শুনতে পাওয়া যায়।