একবার জাল ফেলেই কেল্লাফতে! উঠে এল ৯৬ মণ ইলিশ, জানেন কত টাকায় বিক্রি হল সেগুলি?

বাংলাহান্ট ডেস্ক : মিজান মাঝি কোনও দিন স্বপ্নেও ভাবতে পারেননি এমনটা হতে পারে তার সাথে। কথায় আছে ভগবান যখন দেন, দুহাত ভরে দেন। মিজান মাঝির ক্ষেত্রেও তেমনটাই যেন হল। একবার জাল ফেলেই তিনি পেয়ে গিয়েছেন ৯৬ মণ ইলিশ। বাংলাদেশের পটুয়াখালী এলাকার মৎস্যজীবী মিজান মাঝি সেই ইলিশ বিক্রি করেছেন ৪০ লক্ষ টাকায়।

মিজান জানাচ্ছেন, তিনি প্রচুর টাকার ধার-দেনায় জর্জরিত। এই টাকা দিয়ে তিনি আগে ঋণ শোধ করবেন। তারপর কিছুদিন নিশ্চিন্তে কাটাবেন তিনি। স্থানীয় সূত্রে খবর, পটুয়াখালীর পায়রা বন্দরের শেষপ্রান্ত বয়ায় মিজান মাঝি গত সপ্তাহের মঙ্গলবার সঙ্গীদের নিয়ে মাছ ধরতে যান। সেখানে তিন জাল ফেলেন। 

আরোও পড়ুন : চারদিন বন্ধ থাকছে গুরুত্বপূর্ণ এই সেতু! কঠিনতম হতে চলেছে কলকাতা-মেদিনীপুর যাতায়াত

এরপর রবিবার জাল তুলতেই হতভম্ব হয়ে যান সবাই। তারা দেখেন সেই জালে ঝাঁক ঝাঁক ইলিশ মাছ ধরা পড়েছে। এরপর সেই বিপুল পরিমাণ ইলিশ মিজাম নিয়ে আসেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুরে। সেখানে নিলামে তোলা হলে দেখা যায় ধরা পড়া ইলিশের পরিমাণ প্রায় ৯৬ মণ!

আরোও পড়ুন : পুজোতে দুর্দান্ত আয়োজন রেলের! এইভাবেই সেজে উঠবে কামরা,স্টেশন… দেখলেই হাঁ হয়ে যাবেন

আর তাতেই পুরো কেল্লাফতে। ৩৯ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হয় সেই ইলিশগুলি। বাংলাদেশের (Bangladesh) এই মৎস্যজীবী মিজাম বলেছেন, “ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল ৬৫ দিন। এরপর সাগরে গিয়ে যে এত ইলিশ মাছ পাব ভাবতেই পারিনি। প্রচুর দেনায় জর্জরিত ছিলাম। সব শোধ করব আগে।”

img 20230816 170933

মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির প্রাক্তন সভাপতি ও ফয়সাল ফিশের মালিক ফজলু গাজী মিজামের কাছ থেকে নিলামে ওই মাছগুলো কিনেছেন। তিনি জানিয়েছেন, “মরশুমের শুরুতেই এত ইলিশ ধরা পড়ায় খুবই আনন্দ লাগছে। এই বছর আরও বেশি পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাবে আশা রাখছি।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর