‘ভারতে হিন্দুরাই ছিলেন, পরে ধর্মান্তরের ফলে মুসলিম হন,’ গুলাম নবি আজাদের দাবি ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্ক : গত বছর আগস্ট মাসে হঠাৎই কংগ্রেস (Congress) ত্যাগ করেন তিনি। তারপর থেকেই জল্পনা তৈরি হয় তাহলে কি এবার পদ্ম শিবিরে আশ্রয় খুঁজছেন বরিষ্ঠ রাজনীতিবিদ গুলাম নবি আজাদ? তবে আজাদ (Ghulam Nabi Azad) নিজেই জানান বিজেপি (Bharatiya Janata Party) বা অন্য কোনও দলে যোগ দেবেন না তিনি। সম্ভবত নিজের নতুন দল গঠন করবেন অর্ধশতাব্দী ধরে কংগ্রেসের সঙ্গে থাকা এই প্রবীণ নেতা। দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) পাঁচ পাতার এক চিঠি দিয়ে কংগ্রেসের পতনের জন্য সরাসরি প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দায়ী করেন তিনি। তার কিছু সময় পরই আজ়াদের নতুন দল তৈরির বিষয়ে জল্পনা তৈরি হয়। তবে এবার আজাদ যা মন্তব্য করলেন তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

কী বললেন আজাদ? ভারতে বসবাসকারী মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ দাবি শোনা গেল প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) মুখে। তিনি বললেন, ‘ভারতীয় (Indian) মুসলিমরা (Muslims) ধর্মান্তরেরই ফলাফল। আসলে কয়েক হাজার বছর আগে তাঁরাও হিন্দুই ছিলেন। হিন্দু ধর্ম বহু প্রাচীন।’ নিজের এই বক্তব্যের সমর্থনে যুক্তিও দেন তিনি।

Untitled design 2022 08 26T125155.409 1

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়েছে গুলাম নবির মন্তব্য। ওই ভিডিওতে আজাদকে ভারতে ইসলাম ধর্মের প্রবেশ, এমনকী কাশ্মীরিদের নিয়েও বক্তব্য রাখতে শোনা যায়। তিনি বলেন, ‘ভারতে ইসলাম ধর্ম এসেছিল প্রায় ১,৫০০ বছর আগে, যখন এদেশে প্রাচীন হিন্দুধর্ম সমাজের শিকড়ে পৌঁছে গিয়েছে। কিছু মুসলমান হয়তো বাইরে থেকে এসেছেন। অনেকে মুঘল সেনাবাহিনীতে কাজের সূত্রে এদেশে এসে পাকাপাকিভাবে বংশ পরম্পরায় থেকে গিয়েছেন। তারপরই অনেক ভারতীয় ধীরে ধীরে হিন্দু ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছে।’

কাশ্মীরিদের নিয়ে আজাদ দাবি করেন, ‘৬০০ বছর আগে কাশ্মীরের জনগণ ইসলামে ধর্মান্তরিত হওয়ার আগে সেখানে থাকতেন মূলত কাশ্মীরি পণ্ডিতরা। যা দেখে আমি নিশ্চিত যে, সকলেই ঐতিহ্যশালী হিন্দুধর্ম নিয়েই জন্মগ্রহণ করেছেন। তবে হিন্দু, মুসলিম, রাজপুত, ব্রাহ্মণ, দলিত, কিংবা কাশ্মীরি বা গুজ্জর, আমরা সবাই এই জন্মভূমির অংশ। আমাদের শিকড় এই দেশে এবং পরজন্মেও আমরা এখানেই ফিরে আসব।’

আরও পড়ুন : ‘রাজনীতি আমার পেশা নয় নেশা, কাউকে পেশা বানাতে দেবও না’, বীরভূমের রাশ হাতে পেয়েই কড়া বার্তা কাজলের

গুলাম নবি আজাদের এই মন্তব্যের পরই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। হঠাৎই হিন্দু মূলত কাশ্মীরি হিন্দু নিয়ে যা তিনি বললেন তারপর অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাই প্রবল হয়ে উঠেছে আজাদের মনে। আর তাই এসব মন্তব্য। তবে একথা নিশ্চিত ভাবে বলা যায় যে পদ্ম শিবিরে যোগ দিলে কাশ্মীরের মুখ হয়ে উঠবেন তিনি। এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Sudipto

সম্পর্কিত খবর