শান্তিপুরে BJP-র জয়জয়কার! এমন কাণ্ড হল খুশিতে লাফাচ্ছেন গেরুয়া কর্মী-নেতারা

বাংলা হান্ট ডেস্কঃ মিটে গিয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। বেরিয়ে গিয়েছে ফলাফলও। চলছে বোর্ড গঠন পক্রিয়া। বুধবার শান্তিপুরে (Shantipur) উড়লো গেরুয়া আবিরের ঝড়। শাসকদল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে শান্তিপুর পঞ্চায়েত সমিতির (Shantipur Panchayat Samity) দখল নিল বিজেপি (BJP)।

প্রসঙ্গত, পূর্বে পঞ্চায়েত সমিতি ছিল বামেদের হাতে। ক্ষমতায় ছিল বামফ্রন্ট। পরবর্তীতে ক্ষমতা কায়েম করে ঘাসফুল বাহিনী। আর এবার সেই শাসকদলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে পঞ্চায়েত সমিতি দখল করল গেরুয়া শিবির। স্বাভাবিকভাবেই এই ফলাফলের পর দলের নেতা কর্মীদের মধ্যে উল্লাস, উদ্দীপনা ছিল তুঙ্গে।

শান্তিপুর পঞ্চায়েত সমিতির নতুন বোর্ডের সভাপতি ঘোষিত হন বিজেপির নৃপেন মণ্ডল। জেলা বিজেপির বহু নেতা এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্য়ায় ও রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।

আরও পড়ুন: হস্টেলে পড়ে স্বপ্নদীপের দেহ! ওদিকে মৃত্যুর প্রমাণ মেটাতে যা করেছিল সৌরভ, ফাঁস করল পুলিশ

বিজেপির এই জয় প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার বলেন, পুলিশ প্রশাসনের শাসানি, ধমকানির পরও বিজেপি যে জয় পেয়েছে তা সাধারণ বিজেপি কর্মীদের জয়। আসলে সত্যিকারের ভালোর জয় হয়েছে। আমাদের অনেক কর্মীই ঘর ছাড়া অবস্থায় রয়েছেন। আমরা সব সময় তাদের পাশে রয়েছি।

আরও পড়ুন: হোক CBI বা NIA তদন্ত! ‘কেও দায়িত্ব এড়াতে পারে না’, যাদবপুর কাণ্ডে শেষ দেখার হুঙ্কার শুভেন্দুর

bjp tmc

প্রসঙ্গত, বহু সন্ত্রাস, হিংসার, রক্তের মধ্য দিয়ে কেটেছে ২০২৩ গ্রামবাংলার নির্বাচন। গত বারের ন্যায় এবারেও বিপুল সংখ্যক ভোট পেয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। আবার কিছু জায়গায় নজরকাড়া সাফল্য পেয়েছে প্রধান বিরোধী দল বিজেপিও। এরই মধ্যে এবার পদ্মফুল ফুটল শান্তিপুরে। খুশিতে ভাসছে গেরুয়া শিবির।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর