বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাত্র ৩১ বছর বয়সে সকলকে চমকে দিয়ে ইউরোপিয়ান ফুটবলের মায়া কাটিয়ে এশিয়ান ফুটবলে চলে এসেছেন নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র (Neymar jr.)। সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন তারকা ব্রাজিলিয়ান! ইউরোপিয়ান ফুটবল ছেড়ে অত তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে অনেকে তার সমালোচনা করে তাকে অর্থলোভী আখ্যা দিচ্ছেন।
কত বেতন পাচ্ছেন নেইমার?
নেইমার পিএসজি থেকে এশিয়ার বর্তমান সময়ের সেরা ক্লাব আল-হিলালে এসে যে আকাশছোঁয়া মাইনে পাচ্ছেন, এমনটা নয়। তিনি সৌদি আরবের ক্লাবের ক্লাবটির সঙ্গে যে চুক্তিতে স্বাক্ষর করেছেন, তার মধ্যে যার ফলে তিনি বছরে একটি বিস্ময়কর ১৩৬৪ কোটি টাকার কাছাকাছি উপার্জন করবেন! কিন্তু তার চেয়ে অনেক বেশি বয়স হওয়া সত্বেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং করিম বেনজেমা প্রায় তার দ্বিগুণ মাইনে পাচ্ছেন।
নেইমারের সমস্যা:
২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়েছিলেন। মেসির ছায়া থেকে বেরিয়ে নিজেকে এককভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে তিনি প্যারিসের তারকা সমৃদ্ধ ক্লাব পিএসজি-তে যোগ দিয়েছিলেন। রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে তাকে কাতালুনিয়ান ক্লাব থেকে ছাড়িয়ে এনেছিল পিএসজি। কিন্তু তারপর শুয়োরটা আঘাত ও অন্যান্য নানা কারণে জন্য একবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা ছাড়া আর কোন উল্লেখযোগ্য অবদান নেইমার রাখতে পারেননি। প্রতিবছর চোটের কবলে পড়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। ক্রমে ক্রমে তিনি নিজেকে মেসি বা রোনাল্ডোর উচ্চতায় তুলে ধরার যে বিপুল আকাঙ্ক্ষা এক সময় ছিল সেখান থেকে সরে গিয়েছেন। অনেকে মনে করছেন সেই জন্যই এখন ইউরোপিয়ান ফুটবলের কম্পিটিশনের মায়া কাটিয়ে তিনি সৌদি আরবে মোটা অংকের মাইনেতে শান্তিতে জীবন কাটানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।
সৌদিতে এসে মুখ খুললেন নেইমার:
কিন্তু নেইমার নিজের সৌদিতে এসে শুধুমাত্র টাকার জন্য এই লিগে যোগ দেওয়ার ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন। নেইমার বলেছেন, “চলতি ট্রান্সফার উইন্ডোতে অনেক মহাতারকা ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে খেলতে এসেছেন। আমি মনে করি না তারা শুধুমাত্র টাকার জন্য এসেছেন। আমি এজন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ধন্যবাদ দেব। তিনি প্রথম এই পদক্ষেপটা নেওয়ার সাহস দেখিয়েছিলেন এবং তাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকে এই সিদ্ধান্ত নিতে পেরেছেন। কিছু সময় আগে এই ব্যাপারটা কল্পনাও করা যেত না। অন্য দলের বাকি তারকাদের বিরুদ্ধে মাঠে নামতে আমার ভালই লাগবে।”
আরও পড়ুন: আরব দেশে রোনাল্ডো ঝড়! জোড়া গোল করে আল নাসের-কে বিশ্বকাপের আদলের ট্রফি জেতালেন CR7
মহাতারকাদের ছড়াছড়ি:
সৌদি আরবের লিগে এই মুহূর্তে মহা তারকাদের ছড়াছড়ি। আরব চ্যাম্পিয়ন্স কাপজয়ী আল নাসের ক্লাবটিতে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং সাদিও মানের মতন ফুটবলার। আল হিলালে নেইমারের সাথে রয়েছেন ইউরোপের লিগে খেলা তারকা ডিফেন্ডার কালিদাও কুলিবালী। গতবার সৌদি আরব লিগ জয়ী আল ইত্তিহাদে রয়েছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা এবং ইউরোপ কাঁপানো ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তে। এছাড়াও রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহারেজ জর্ডান হেন্ডারসন, অ্যালেক্স টেলেসদের মতো তারকারাও এই লিগে এসে লিগের শোভা বাড়িয়েছেন। চলতি মরশুমে কারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় সেদিকে এবং রোনাল্ডো বনাম নেইমার দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে থাকবে ফুটবলপ্রেমীরা।