বাংলাহান্ট ডেস্ক : দেশের পরিবহন মানচিত্রে নতুন মাত্রা যোগ করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাই স্পিড এই ট্রেন ইতিমধ্যেই সবার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। বন্দে ভারতে করে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে অত্যন্ত স্বাচ্ছন্দতার সাথে।
তবে এবার বাংলার মানুষের জন্য উঠে আসছে একটি সুখবর। সেই সুখবরটি হল এবার চিত্তরঞ্জন রেল কারখানায় তৈরি হতে চলেছে ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস। চিত্তরঞ্জন রেল কারখানার নতুন ম্যানেজারের সাথে এদিন দেখা করতে যান আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
সেখানে তিনি সাংবাদিকদের জানান, “চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা শতাব্দী প্রাচীন একটি প্রতিষ্ঠান। আমি গতবার এসে জানিয়েছিলাম এই কারখানায় এমন কিছু বরাত দেওয়া হোক যা এই কারখানাকে নতুন ভাবে উজ্জীবিত করবে। আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি চারটি বন্দে ভারত এক্সপ্রেসের বরাত দেওয়া হয়েছে এই কারখানাকে।”
আরোও পড়ুন : এবার বাংলার বুকে নামতে চলেছে আরও এক হাজার ইলেকট্রিক বাস! প্রকাশ্যে এল দিনক্ষণ
জানা গিয়েছে, এমনকি এই বন্দে ভারত এক্সপ্রেসের ডিজাইনও তৈরি হবে এই কারখানায়। এছাড়াও অগ্নিমিত্রার আরোও সংযোজন, “গতবার যখন এখানে এসেছিলাম তখন আমার একটি বক্তব্য নিয়ে অহেতুক রাজনীতি হয়েছিল। আমি নিজে একজন বাঙালি। আমি কখনই বলিনি দেশবন্ধু চিত্তরঞ্জন এর নাম সরিয়ে এই কারখানার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করতে।”
আরোও পড়ুন : বন্ধ বীরেন্দ্র সেতু! এবার ১৩ থেকে বেড়ে ১৩০ কিমি হবে মেদিনীপুর-খড়গপুর, দেখুন বিকল্প কোন রুট বাছবেন
অগ্নিমিত্রার কথায়, “আমি মিস্টার দাসকে বলেছি যাতে এই কমপ্লেক্সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্পূর্ণ মূর্তি বসানো যায় সেই ব্যাপারটি দেখতে। উনি বলেছেন যে আইনি জটিলতা রয়েছে সরকারি কমপ্লেক্সে মূর্তি বসানোর ক্ষেত্রে। তবুও উনি ব্যাপারটি আলোচনা করে দেখবেন।”
একই সাথে অগ্নিমিত্রা পাল তৃণমূল সরকারের নাম না করে কটাক্ষ করে বলেন, আজ থেকে ৭৭ বছর আগে যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তখন তিনি একাধিক ইন্ডাস্ট্রি এনেছিলেন বাংলার বুকে। বর্তমানে বাংলায় তোলাবাজি-বোমাবাজি এই ইন্ডাস্ট্রিগুলোই শুধু চলে।